শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এশিয়া কাপে কোচ সংকটে ভারত!

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

এশিয়া-কাপে-কোচ-সংকটে-ভারত

এশিয়া-কাপে-কোচ-সংকটে-ভারত

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান কোচ রাহুল দ্রাবিড়। ভারতীয় এক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে এশিয়া কাপে তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানা গেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ দ্রাবিড়ের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে। দ্রাবিরের ব্যাপারে বোর্ডের তরফ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। এ অবস্থায় এশিয়া কাপের আগ মূহূর্তে কোচ সংকটে পড়লো ভারত।

২৭ আগস্ট থেকে আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসর শুরুর পরদিনই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়া কাপ অভিযান। মহাদেশীয় এ প্রতিযোগিতায় অংশ নিতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গেছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা।

ভারতের সদ্যসমাপ্ত জিম্বাবুয়ে সফরে কোহলি-রোহিতদের মতো দলের সঙ্গে ছিলেন না কোচ দ্রাবিড়ও। তার স্থানে ভিভিএস লক্ষ্মণ জিম্বাবুয়েতে দলের দায়িত্বে ছিলেন।

দ্রাবিড়ের করোনায় আক্রান্ত হওয়া এবং এশিয়া কাপ মিসের ব্যাপারে এখনো বিসিসিআইয়ের তরফ থেকে কিছু জানানো হয়নি। দ্রাবিড় পুরো এশিয়া কাপ মিস করতে যাচ্ছেন নাকি নির্দিষ্ট কয়েকটি ম্যাচ, সে ব্যাপারেও তাই এখনো নিশ্চিত হওয়া যায়নি।


জিম্বাবুয়ে সফরে কোচ দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছিল। তার বদলে শিখর ধাওয়ান, শুভমান গিল, লোকেশ রাহুলদের নিয়ে আফ্রিকা সফরে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপে নিজেদের পরীক্ষা করে নেয়ার সুযোগ রয়েছে দলগুলোর কাছে। এবারের এশিয়া কাপ সেই কারণেই টি-২০ ফরম্যাটে হবে।