সবার অগোচরে এয়ারপোর্টে ঢুকলেন সাকিব
প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
সবার-অগোচরে-এয়ারপোর্টে-ঢুকলেন-সাকিব
এশিয়া কাপে অংশগ্রহণ করতে আজ সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হবে টাইগারদের।
২৭ আগস্ট থেকে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের এই আসর শুরু হচ্ছে। এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
এরইমধ্যে দলের সব খেলোয়াড় বিমানবন্দরে উপস্থিত হলেও দেখা যায়নি দলের ক্যাপ্টেনকে। সবাই ইমিগ্রেশনের জন্য এয়ারপোর্টে ঢুকলেও সবার অগোচরে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করেন সাকিব আল হাসান।
সকল ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সাংবাদিকরা অপেক্ষা করছিলেন নতুন এই অধিনায়কের জন্য। দুপুর গড়িয়ে বেলা ৩:৫০ মিনিটে খবর আসে সাকিব ২ নম্বর গেট দিয়ে নয় তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেছেন।
তার এমন খবরে বেশ হতাশ হন বিমানবন্দরে উপস্থিত উৎসুক জনতা।
সংযুক্ত আরব আমিরাতে কয়েকদিনের ক্যাম্প করার কথা রয়েছে মুশফিক-রিয়াদদের। এরপর এশিয়া কাপে গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৩০ তারিখ আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ১ সেপ্টেম্বর সাকিবরা মুখোমুখি হবে লঙ্কানদের।
এশিয়া কাপে রাসেল ডমিঙ্গোকে ছাড়াই খেলতে যাচ্ছে বাংলাদেশ। কারণ এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকবেন নবনিযুক্ত টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ।