শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জিম্বাবুয়েকে হারিয়ে ভারতীয় ক্রিকেটারদের উরাধুরা নাচ (ভিডিও)

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

জিম্বাবুয়েকে-হারিয়ে-ভারতীয়-ক্রিকেটারদের-উরাধুরা-নাচ-ভিডিও

জিম্বাবুয়েকে-হারিয়ে-ভারতীয়-ক্রিকেটারদের-উরাধুরা-নাচ-ভিডিও

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ছাড়াই এই জয় শিখর ধাওয়ানদের আনন্দ আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে। আর তাই যেন সোমবার সিরিজ জেতার পর সাজঘরে হিন্দি গানের সঙ্গে উরাধুরা নাচতে দেখা গেল ধাওয়ান, শুভমান গিল, ঈশান কিষাণদের।

তৃতীয় ওয়ানডে ম্যাচে জয়ের খুব কাছে চলে এসেছিল জিম্বাবুয়ে। ম্যাচটি ভারত জেতে মাত্র ১৩ রানে। এই ম্যাচে ওয়ানডে ফরম্যাটে প্রথম সেঞ্চুরি করেন শুভমান। ম্যাচের সেরা তিনিই। 

ম্যাচ এবং সিরিজ জেতার পর ভারতীয় ক্রিকেট দলকে নাচতে দেখা যায় ‘কালা চশমা’ গানে। কখনও ঈশানকে মারার ভঙ্গি, কখনও আবার তার দেখিয়ে দেওয়া নাচের তালে তাল মেলায় দল। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে আসতেই ভাইরাল হয়ে যায়।

জিম্বাবুয়ে সিরিজে প্রথমে ধাওয়ানকেই অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। পরে লোকেশ রাহুলকে দলের সঙ্গে অধিনায়ক করে পাঠানো হয়। প্রথম ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ পাননি। পরের দু’টি ম্যাচ মিলিয়ে তার সংগ্রহ মাত্র ৩১ রান।

জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিক ভাবে রান করেছেন শুভমান। প্রথম ম্যাচে ওপেন করতে নেমে ম্যাচ জিতিয়েছিলেন তরুণ ব্যাটার। পরের দু’টি ম্যাচে তিন নম্বরে ব্যাট করেন তিনি। সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন শুভমান।