শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জিম্বাবুয়েকে কোনোমতে হারাল ভারত

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার

জিম্বাবুয়েকে-কোনোমতে-হারাল-ভারত

জিম্বাবুয়েকে-কোনোমতে-হারাল-ভারত

সিরিজ নিশ্চিত ছিল আগেই। তবে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে চায়নি ভারত। সেখানে ম্যাচটা অবশ্য খুব সহজে জিততে পারেনি তারা। আগে ব্যাট করে ভারতের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন শুভমান গিল। পাল্টা সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচ প্রায় কেড়ে নিয়েছিলেন সিকান্দার রাজা। তবে শেষ রক্ষা হল না।

সোমবার ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে দুর্দান্ত লড়াই করেছেন সিকান্দার রাজা। কিন্তু জিম্বাবুয়ের হার বাঁচাতে পারেননি তিনি। প্রথমে ব্যাট করে ভারতের তোলা ২৮৯ রানের জবাব জিম্বাবুয়ে থেমে যায় ২৭৬ রানে। ১৩ রানের জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে টিম ইন্ডিয়া।

ভারতের রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভাল হয়নি। ৩৬ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে তারা। প্রথমে শন উইলিয়ামস লড়াই করেন। ৪৫ রানের মাথায় তিনি ফিরে যাওয়ার পর হাল ধরেন রাজা। সঙ্গে কাউকে পাননি তিনি। উল্টো দিকে থাকা সতীর্থরা একের পর এক সাজঘরে ফেরেন।

সাত উইকেটে জিম্বাবুয়ের রান যখন ১৬৯, তখন অনেকেই ধরে নেন আর বেশিক্ষণ টানতে পারবে না জিম্বাবুয়ে। কিন্তু তা হয়নি। অষ্টম উইকেটে ব্র্যাড ইভান্সের সঙ্গে জুটি গড়েন রাজা। ইভান্স একটা দিক ধরে রাখেন, সেই মুহূর্তে যেটা সবচেয়ে দরকার ছিল।

উল্টো দিকে থাকা রাজা রান তোলার দায়িত্ব নেন। ভারতীয় বোলারদের উপর চেপে বসেন তিনি। দুজনের দৃঢ়তায় তৈরি হয়ে যায় সেঞ্চুরিের জুটি। শেষ তিন ওভারে দরকার ছিল ৩৩ রান।

সেই ওভারে আবেশ খানকে দু’টি চার এবং একটি ছয় মেরে দলকে জয়ের আরও কাছাকাছি এনে দেন রাজা এবং ইভান্স। ওভারের শেষ বলে ইভান্স ফিরতেই পতনের শুরু। পরের ওভারে রাজা ফিরতেই জিম্বাবুয়ের জয়ের আশা শেষ হয়ে যায়।

এর আগে দিনের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক কেএল রাহুল। প্রথম দু’ম্যাচে টসে জিতে বল করেন। বোলারদের দাপটে সেই দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের পর নিয়মরক্ষার ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেন তিনি।

এই ম্যাচে নজর কাড়েন শুভমান গিল। এক দিনের ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেন ভারতের এই তরুণ ওপেনার। হাফসেঞ্চুরি আসে ঈশান কিষাণের ব্যাট থেকে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৯ রান করে ভারত। শেষ পর্যন্ত এই রানেই জিতে যায় তারা।