ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেন রেফারি!
প্রকাশিত : ০২:৩০ এএম, ২৩ আগস্ট ২০২২ মঙ্গলবার
ইনজুরিতে-পড়ে-মাঠ-ছাড়লেন-রেফারি
ফুটবল খেলার মাঝ পথে চোট পেয়ে খেলোয়াড়দের মাঠ ছাড়া খুবই স্বাভাবিক একটি ঘটনা। তবে সেরি আ’র ম্যাচে ঘটেছে বিরল ঘটনা। সেখানে চোট পেয়ে মাঠ ছেড়েছেন একজন রেফারি!
রোববার (২১ আগস্ট) এম্পোলি ও ফিওরেন্তিনার ম্যাচে দায়িত্ব পালনের সময় পায়ের পেশিতে চোট পান রেফারি মাত্তেও মারচেত্তি। দ্বিতীয়ার্ধের খেলা চলছিল তখন। মাঠে কিছুক্ষণ শুশ্রুষাও নেন। কিন্তু খেলা চালানোর মতো অবস্থায় ছিলেন না।
অপারগ হয়ে মাঠ ছেড়ে যান রেফারি মারচেত্তি। তার পরিবর্তে চতুর্থ রেফারি জুয়ান লুকা সাচ্চি ম্যাচের বাকি অংশ পরিচালনা করেন।
আরো পড়ুন>> ঘনিষ্ঠ বন্ধুর মেয়ের হত্যাকাণ্ডের জন্য ইউক্রেনকে দুষলেন পুতিন
তাদের এই বদলি প্রক্রিয়া সম্পন্ন হতে সাত মিনিটেরও বেশি সময় লাগে। কারণ ভিএআরের সঙ্গে যোগাযোগের সরঞ্জাম এবং গোললাইন প্রযুক্তির আর্মব্যান্ড পরিবর্তন করতে হয়েছিল তাদের।
সূত্র: ফুটবল ইতালিয়া