আবুধাবি দাবায় বাবা-ছেলে চ্যাম্পিয়ন
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
আবুধাবি-দাবায়-বাবা-ছেলে-চ্যাম্পিয়ন
২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভালে জিয়া-তাহসিন জুটি চ্যাম্পিয়ন হয়েছে। গ্র্যান্ডমাস্টার জিয়ার ফ্যামিলি দল ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে।
সোমবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এই ফ্যামিলি প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ারের দল এই সফলতা অর্জন করে।
প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার জিয়া ফ্যামিলি প্রথম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের কাঞ্চনা দেবী ফ্যামিলিকে, দ্বিতীয় রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে ফিলিপাইনের আবুসিজো আরমেল ফ্যামিলিকে হারান।
তৃতীয় রাউন্ডে জিয়াউর রহমান ফ্যামিলি ২-০ গেম পয়েন্টে ফিলিপাইনের রিয়েস ডেনিলোর ফ্যামিলিকে, চতুর্থ রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে পেরুর গ্র্যান্ডমাস্টার কাস্তানেদা গিওরগিইর ফ্যামিলিকে, পঞ্চম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে উজবেকস্তানের মানসুরভ বোতির ফ্যামিলিকে, ষষ্ঠ রাউন্ডে ১.৫-০.৫ গেম পয়েন্টে মরোক্কোর আন্তর্জাতিক মাস্টার তিসির মোহাম্মদ ফ্যামিলিকে ও সপ্তম রাউন্ডে ২-০ গেম পয়েন্টে ভারতের দিনেশ চিটলাঙ্গে ফ্যামিলিকে পরাজিত করে।