বছরে ৫ হাজার দক্ষ বাংলাদেশি যাবে গ্রিসে
প্রকাশিত : ০৬:১০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার
বছরে-৫-হাজার-দক্ষ-বাংলাদেশি-যাবে-গ্রিসে
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
আরো পড়ুন> বেসরকারি অফিসের সময়সূচি নিয়ে যা জানা গেলো
বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, বাংলাদেশ ও হেলেনিক রিপাবলিক (গ্রিস) এর মধ্যে মিগ্রেশন অ্যান্ড মোবিলিটি বিষয়ক সমঝোতা স্মারক মন্ত্রিসভা ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে। এটা একটা গুড নিউজ। এ স্মারকের পরিপ্রেক্ষিতে বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি কৃষিক্ষেত্রে কাজ করার শ্রমিক বা দক্ষ ব্যক্তিরা যেতে পারবেন এবং তারা ৫ বছরের জন্য একটা ওয়ার্ক পারমিট পাবেন। পারফরম্যান্স বা নিয়মানুযায়ী সেটা পরবর্তীতে যদি বাড়ানো হয়, তাহলে আরো থাকতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, যতদিন এ স্মারকটা থাকবে ততদিন বছরে ৪ থেকে ৫ হাজার বাংলাদেশি লোক গ্রিসে অফিসিয়ালি যেতে পারবেন। আর এরমধ্যেও প্রায় ১৪-১৫ হাজার যারা আন-অথোরাইজড ভিসায় রয়ে গেছেন, তারাও এর মাধ্যমে ঐখানে বৈধতা পাবেন। এটা আমাদের জন্য খুবই ভালো একটা স্মারক।