শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ঢাকায়

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

জাতিসংঘ-মহাসচিবের-বিশেষ-দূত-ঢাকায়

জাতিসংঘ-মহাসচিবের-বিশেষ-দূত-ঢাকায়

জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নোয়েলীন হেইজার চার দিনের সফরে ঢাকায় পৌঁ‌ছেছেন।

সোমবার বেলা ১২টার পর তি‌নি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছান। এ সময় বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির। 

জাতিসংঘের মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত রোহিঙ্গা সংকট পরিস্থিতি সরেজমিন ক্যাম্প পরিদর্শনে যাবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের এ সফর রোহিঙ্গা ইস্যুতে বিশেষ গুরত্ব বহন করছে। কেননা জাতিসংঘের মহাসচিবের দূত নিয়োগের পর সপ্তাহখানেক আগে প্রথমবারের মতো মিয়ানমার সফরের পরপরই তিনি বাংলাদেশে আসছেন।

সফরের শুরুতে তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন।