শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাত থেকে গ্রামে লোডশেডিং নয়

প্রকাশিত : ০৩:১০ পিএম, ২২ আগস্ট ২০২২ সোমবার

মধ্যরাত-থেকে-গ্রামে-লোডশেডিং-নয়

মধ্যরাত-থেকে-গ্রামে-লোডশেডিং-নয়

আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে লোডশেডিং হবে না। সেচ সুবিধার জন্য এই সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেচ সুবিধার জন্য আগামী ১৫ দিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে।

তিনি আরো জানান, সরকারি অফিস-আদালতে পর্দার ব্যবহার বন্ধ থাকবে। পর্যাপ্ত আলো-বাতাসে কাজ করতে হবে।

এছাড়া আগামী বুধবার থেকে অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুইদিন করা হয়েছে।