শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, শনাক্ত ১৩৫

প্রকাশিত : ০৯:১০ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার

ডেঙ্গুতে-আরো-একজনের-মৃত্যু-শনাক্ত-১৩৫

ডেঙ্গুতে-আরো-একজনের-মৃত্যু-শনাক্ত-১৩৫

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। এ সময়ে ১৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১১৬ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৪৫৪ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৩৯২ জন ঢাকার মধ্যে এবং ৬২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪ হাজার ৪৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩ হাজার ৭৩৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৭৪৫ জন ডেঙ্গুরোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৪ হাজার ৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩ হাজার ৩৩৪ জন ঢাকার এবং বাকি ৬৭৩ জন ঢাকার বাইরের বাসিন্দা।