কারবালায় মাজারে ধস, আটকা পড়েছেন অনেকে
প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার
কারবালায়-মাজারে-ধস-আটকা-পড়েছেন-অনেকে
আল-অ্যারাবিয়া নিউজ জানায়, শনিবার ভূমিধসের পর এখন পর্যন্ত তিন শিশুকে উদ্ধার করা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন এবং ভালো অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
দেশটির বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র নওয়াজ সাবাহ শাকের এএফপিকে বলেন, কাতারাত আল-ইমাম আলী নামে পরিচিত মাজারের ধ্বংসস্তূপের নিচে এখনো ছয় থেকে আটজন লোক আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরাকি নিউজ এজেন্সি (আইএনএ) জানিয়েছে, ফ্লাডলাইট জ্বালিয়ে রাতভর কাজ করেন উদ্ধারকারীরা। তারা ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে আটকে পড়া মানুষদের অক্সিজেনের পাশাপাশি খাবার ও পানি সরবরাহ করে যাচ্ছেন।
আইএনএ জানিয়েছে, আর্দ্রতার ফলে মাজার সংলগ্ন মাটির বাঁধের স্যাচুরেশন-এর কারণে পাথর এবং বালি পিছলে যেতে শুরু করে এবং তা ভূমিধসের সৃষ্টি করে। এতে মাজার ভবনটির প্রায় ৩০ শতাংশ যা এক হাজার বর্গফুট এলাকাজুড়ে ভেঙে পড়ে।
মাজারটি কারবালা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।