যুক্তরাজ্যের বৃহৎ কন্টেইনার বন্দরে শ্রমিকদের ধর্মঘট
প্রকাশিত : ০৬:৫০ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার
যুক্তরাজ্যের-বৃহৎ-কন্টেইনার-বন্দরে-শ্রমিকদের-ধর্মঘট
শ্রমিকদের সংগঠন ইউনাইটেড ইউনিয়ন বলছে, বর্তমানে যুক্তরাজ্যে মুল্যস্ফীতি চলছে। এই সময়ে শ্রমিকরা ফেলিক্সস্টো ডক ও রেলওয়ে কোম্পানির কাছ থেকে মাত্র ৭ শতাংশ বেতন বাড়ার প্রস্তাব করেছেন। তাই শ্রমিকরা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। কারণ, এ পরিমাণ বাড়ানো বেতনে চলা অসম্ভব।
বন্দরের একজন মুখপাত্র বলেছেন, ধর্মঘটটি ‘হতাশাজনক’।
ধর্মঘট শুরুর আগে রোববারের প্রথম দিকে কর্মক্ষেত্রের বাইরে জড়ো হন শ্রমিকরা। ইউনিয়ন বলেছিল, প্রতিটি দিনে রাত ১০টা পর্যন্ত আন্দোলন পরিচালনা করা হবে।
শ্রমিকদের সংগঠন ইউনাইটের আঞ্চলিক কার্যালয় থেকে মাইলস হাবার্ড বিবিসিকে বলেন: আজ সকালে খুব কম লোকই কাজে যোগদান করেছে। সকাল ৬টা থেকে বাইরে আন্দোলনের জন্য শ্রমিকরা জড়ো হয়েছেন। আমরা জনসাধারণের কাছ থেকে দুর্দান্ত সমর্থন পাচ্ছি।
ফেলিক্সস্টো বন্দরে কাজ করে প্রায় ২ হাজার ৫৫০ শ্রমিক। যুক্তরাজ্যের কনটেইনার বাণিজ্যের প্রায় ৪৮ শতাংশ পরিচালনা করে ব্যস্ততম ফেলিক্সস্টো বন্দর। ধর্মঘটকারী শ্রমিকদের মধ্যে রয়েছে- ক্রেনচালক, মেশিন অপারেটর ও স্টিভেডোর (জাহাজ লোড ও আনলোডকারী)।
সূত্র-বিবিসি