শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আলবেনিয়ায় রাশিয়া ও ইউক্রেনের তিন গুপ্তচর গ্রেফতার

প্রকাশিত : ০৪:৫০ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার

আলবেনিয়ায়-রাশিয়া-ও-ইউক্রেনের-তিন-গুপ্তচর-গ্রেফতার

আলবেনিয়ায়-রাশিয়া-ও-ইউক্রেনের-তিন-গুপ্তচর-গ্রেফতার

আলবেনিয়ার দক্ষিণাঞ্চলের সামরিক এলাকায় গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে দুই রুশ ও এক ইউক্রেনের নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ২৪ বছরের এমজে-কে রাশিয়ান হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি রাজধানী থেকে ৮০ কিলোমিটার দূরে সামরিক এলাকার গ্রামস গ্রাউন্ডের ছবি তুলছিলেন। তখন সামরিক নিরাপত্তা কর্মীরা তাকে গ্রেফতার করতে চাইলে তিনি সঙ্গে থাকা অবশ করার স্প্রে ছুড়েন। এজন্য দুইজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

অন্যদিকে, এসটি নামের ৩৩ বছরের এক রাশিয়ান নারীকে গ্রেফতার করা হয়েছে। একই সময় এফএ নামের ২৫ বছরের একজন ইউক্রেনের নাগরিককে গ্রেফতার করা হয়।

তিনজনই পুলিশের হেফাজতে রয়েছে এবং গুপ্তচরদের বিরুদ্ধে করা মামলার তদন্ত করছে মিলিটারি পুলিশ, সিভিল ও সন্ত্রাসবিরোধী পুলিশ।