রুশ প্রেসিডেন্ট পুতিনের ‘বুদ্ধিদাতা’র মেয়ে বিস্ফোরণে নিহত
প্রকাশিত : ০২:৫০ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার
রুশ-প্রেসিডেন্ট-পুতিনের-বুদ্ধিদাতার-মেয়ে-বিস্ফোরণে-নিহত
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বাড়ি ফেরার সময় প্রাইভেটকার বিস্ফোরণের পর আগুনে মারা যান ডারয়া ডুগেন।
ধারণা করা হচ্ছে- ডারয়া ডুগেনের বাবা আলেক্সান্ডার ডুগেনকে টার্গেট করেই এ হামলা চালানো হয়েছে।
ডুগিন একজন অতি-জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী যিনি রাশিয়ান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ।
রাশিয়ার সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে বাবা ও মেয়ে ফিরছিলেন। কিন্তু হঠাৎ অ্যালেক্সজান্ডার অন্য গাড়িতে ভ্রমণের সিদ্ধান্ত নেন। এতেই তিনি দুর্ঘটনা থেকে রক্ষা পান।
আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা তাস জানায়, বলশিয়া গ্রামে একটি বিস্ফোরণে একজন নারী চালক নিহত হয়েছেন। সেখানে আর কোনো তথ্য দেওয়া হয়নি।
দার্শনিক বাবার মেয়ে ডারয়া ডুগিন একজন জনপ্রিয় সাংবাদিক যিনি ইউক্রেনে রাশিয়ার অভিযানকে সমর্থন করেন।