গান্ধী পরিবারের বাইরে কে হচ্ছেন ভারতের কংগ্রেস প্রধান?
প্রকাশিত : ০১:৫০ পিএম, ২১ আগস্ট ২০২২ রোববার
গান্ধী-পরিবারের-বাইরে-কে-হচ্ছেন-ভারতের-কংগ্রেস-প্রধান
কংগ্রেসের একটি সূত্র এনডিটিভকে বলেছে, কংগ্রেস প্রধানের দায়িত্ব গ্রহণের জন্য রাহুল গান্ধীকে অনেক চেষ্টা করা হয়েছে। সর্বশেষ চেষ্টায় তিনি প্রভাবিত হননি। তিনি তার সিদ্ধান্তে অটল। ২০১৯ সালের সাধারণ নির্বাচনের হারের পর পদটি নিয়ে তার ইচ্ছে নেই।
এদিকে, শারীরিক অসুস্থতার জন্য কংগ্রেসের প্রধানের পদে ফিরতে নারাজ সোনিয়া গান্ধী। তিনি পদটি গ্রহণ করতে অনীহা প্রকাশ করেছেন।
তবে প্রিয়াংকা গান্ধী ভদ্রকে নিয়ে দলের সদস্যরা চিন্তা করছেন। কিন্তু উত্তরপ্রদেশে তার ভরাডুবির পর অনেকের মন পরিবর্তন হয়েছে।
অন্যদিকে, সূত্র জানায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী আশোক গেহলট কংগ্রেস প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন। তিনি কংগ্রেস প্রধান হলে প্রথমবার গান্ধী পরিবার থেকে পদটি অন্যের হাতে যাবে।
ঐক্যমতের অভাবে বিভ্রান্ত হয়ে শুক্রবার থেকে কংগ্রেসের সভাপতি নির্বাচনের সূচি শুরু হওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। তবে কংগ্রেস এ নিয়ে মন্তব্য করেনি।
কংগ্রেস প্রবীণ ভক্ত চরণ দাস বলেন, রাহুল গান্ধী কংগ্রেস প্রধানের দায়িত্ব নিতে আগ্রহী নয়। কিন্তু আমরা তাকে পদের দায়িত্ব গ্রহণের জন্য কাজ করছি যাতে তিনি কংগ্রেসের প্রধান হন। তিনি যদি দায়িত্ব না নেন তবে আমাদের সেটি পূরণের পথ বাতলে দেবেন।
যদিও বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের সব রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। তিনি আগামী সেপ্টেম্বরে ‘ভারত জদ ইয়াতরা’ র্যালির নেতৃত্ব দেওয়ার ঘোষণা করেছেন।
সাবেক হারিয়ানার মুখ্যমন্ত্রী ভুপিনদের সিং হোদা বলেন, আমরা একটি র্যালি আয়োজন করছি। সেটিতে নেতৃত্ব দেবেন রাহুল গান্ধী। তবে দলের সভাপতি নির্বাচন নিয়ে নিশ্চিত কিছু বলতে পারছি না।
বছরের পর বছর ধীরে ধীরে কংগ্রেস পার্টি নেতৃত্ব সংকটে ভুগছে। এছাড়া ধারাবাহিক নির্বাচনে পরাজয় ও বড় মাপের নেতাদের দলত্যাগ দলটিকে আরো বেকায়দায় ফেলে দিয়েছে।
গত মার্চে নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস থেকে রাহুল ও প্রিয়াংকা গান্ধীকে পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। কিন্তু তাকে নির্বাচন পর্যন্ত দলের নেতৃত্ব ধরে রাখার জন্য বলা হয়েছিল।
এখন যেই কংগ্রেসের প্রধান হোন না কেন দলকে নেতৃত্ব দিতে তাকে অনেক বেগ পেতে হবে। কারণ ২০২৪ সালে নরেন্দ মোদির সঙ্গে তাকে টক্কর দিতে হবে।