শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রুশ সেনা হত্যা করতে কিভের কৌশল ফাঁস করল ক্রেমলিন

প্রকাশিত : ১১:৫০ এএম, ২১ আগস্ট ২০২২ রোববার

রুশ-সেনা-হত্যা-করতে-কিভের-কৌশল-ফাঁস-করল-ক্রেমলিন

রুশ-সেনা-হত্যা-করতে-কিভের-কৌশল-ফাঁস-করল-ক্রেমলিন

চলতি বছরের ২৪ জানুয়ারি নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এরপর পশ্চিমাদেশগুলোর সহায়তায় প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। সেই থেকে ইউক্রেনে যুদ্ধ চলছে। এ যুদ্ধের সময় ইউক্রেনে রাশিয়ার কিছু সেনাকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি ক্রেমলিনের। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ তোলা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিঝঝিয়ায় অভিযান চালানোর সময় গত জুলাই মাসের শেষ দিকে রুশ সেনাদের বিষ প্রয়োগ করা হয়। তবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা রাশিয়ার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন, রুশ বাহিনীর মেয়াদোত্তীর্ণ টিনজাত মাংস খাওয়ার কারণে কথিত বিষক্রিয়া ঘটতে পারে।

রাশিয়ার ঐ বিবৃতিতে আরো বলা হয়, গত ৩১ জুলাই গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর বেশ কয়েকজন সেনাকে একটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষার পর তাদের দেহে ‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ বিষের উপস্থিতি শনাক্ত হয়। 

এতে আরো বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শাসনকালে রাসায়নিক সন্ত্রাসবাদের যে অনুমোদন দেওয়া হয়েছে তার সপক্ষে রাশিয়া ফলাফলসহ সবধরনের প্রমাণ প্রস্তুত করছে।

তবে ঐ দিন রাশিয়ার কতজন সেনা অসুস্থ হয়ে পড়েছিলেন বা কতজনকে হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তারা কী অবস্থায় আছেন সেসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। ‘সপক্ষে প্রমাণ’ বলতে বিবৃতিতে কী বোঝানো হয়েছে সেটারও ব্যাখ্যা দেওয়া হয়নি।

‘বোটুলিনাম টক্সিন টাইপ বি’ হলো একটি নিউরোটক্সিন। দূষিত খাদ্যে এর উপস্থিতি থাকতে পারে। ঐ খাবার খেলে বোটুলিজম হতে পারে। যদিও চিকিৎসায় প্রয়োজনজনিত ব্যবহারও রয়েছে এটির।

এ প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করে রয়টার্স। তবে তাদের থেকে সাড়া পাওয়া যায়নি।