শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

গরু জবাইয়ের জন্য পাঁচজনকে হত্যার কথা স্বীকার বিজেপি নেতার!

প্রকাশিত : ১১:৫০ এএম, ২১ আগস্ট ২০২২ রোববার

গরু-জবাইয়ের-জন্য-পাঁচজনকে-হত্যার-কথা-স্বীকার-বিজেপি-নেতার

গরু-জবাইয়ের-জন্য-পাঁচজনকে-হত্যার-কথা-স্বীকার-বিজেপি-নেতার

গরু জবাইয়ের সঙ্গে জড়িতদের হত্যা করতে প্রকাশ্যে আহ্বান করেছেন রাজস্থানের বিজেপি নেতা গয়ান দেব হোজা। তিনি বলেন, আমরা গরু জবাইয়ের জন্য পাঁচজনকে হত্যা করেছি। এ সময় তিনি রাখবার খান ও পেহলু খানকে হত্যার বিষয়টি তুলে ধরেন। 

রাজস্থানের রামগড় এলাকায় রাখবার খান ও পেহলু খান হত্যাকাণ্ড যথাক্রমে ২০১৭ ও ২০১৮ সালে হয়। ঐ সময় রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকাকালে গয়ান দেব এমএলএ ছিলেন। 

তবে তাৎক্ষণিকভাবে আরো তিনজন হত্যাকাণ্ডের শিকার লোকের পরিচয় জানা যায়নি।

প্রকাশ্যে আসা এক সপ্তাহ আগের একটি ভিডিওতে গয়ান দেব বলেন, আমি আপনাদের (উপস্থিত জনতা) হত্যার জন্য আহ্বান করছি। যারা গরু হত্যাকারীদের মারবে তাদের খালাস ও জামিনের ব্যবস্থার নিশ্চয়তা দেওয়া হবে। 

২০১৯ সালের পেহলু খান হত্যাকাণ্ডের মামলা থেকে ছয় অভিযুক্ত খালাস পেয়েছেন। তবে রাজ্যের কংগ্রেস সরকার খালাস চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেছে। এদিকে রাখবার খানের হত্যাকাণ্ডের মামলা এখনো নিম্ন আদালতে রয়েছে। 

শনিবার বিজেপি নেতার ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয় আইনের ১৫৩ এ ধারায় সাম্পদায়িক উসকানি ছড়ানোর অভিযোগে মামলা করা হয়েছে। এর আগে, তিনি এ রকম বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি হত্যাকারীদের দেশ প্রেমিক ও ছত্রপতি শিবাজী এবং গুরু গোবিন্দ সিংয়ের প্রকৃত বংশধর হিসেবে উল্লেখ করতেন।

বিজেপির দক্ষিণ আলওয়ার ইউনিটের প্রধান সঞ্চয় সিং নারোকা আজ রোববার জানান, গোয়ান দেবের বক্তব্য তার নিজস্ব অভিমত। বিজেপি এরকম চিন্তা করে না। 

কিন্তু হোজা তার অবস্থান ধরে রেখেছেন। তিনি বলেন, যারা গরু পাচার ও জবাইয়ের সঙ্গে জড়িত থাকবে তাদের ছাড় দেওয়া হবে। 

ভিডিওতে বলা বক্তব্যের কিছুটা পরিবর্তন করেছেন হোজা। তিনি এখন বলছেন, আমি বলেছি, গরু পাচারের সঙ্গে জড়িত পাঁচজন মুসলমানকে পিটিয়ে আমাদের কর্মীরা।

সূত্র- এনডিটিভি।