শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংকটমুক্ত রাজু শ্রীবাস্তব! সুখবর দিলেন বন্ধু শেখর সুমন

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২০ আগস্ট ২০২২ শনিবার

সংকটমুক্ত-রাজু-শ্রীবাস্তব-সুখবর-দিলেন-বন্ধু-শেখর-সুমন

সংকটমুক্ত-রাজু-শ্রীবাস্তব-সুখবর-দিলেন-বন্ধু-শেখর-সুমন

বৃহস্পতিবার ব্রেন স্ট্রোক হয় ভারতের কমেডিয়ান অভিনেতা রাজু শ্রীবাস্তবের। কিন্তু এরই মাঝে সুখবর দিলেন রাজুর বন্ধু শেখর সুমন। ট্যুইটারে রাজুর হেলথ আপডেট দেন তিনি। লিখেছেন, সেরা চিকিৎসক ও সার্জেনরা রাজুর দেখভাল করছে। মনে হচ্ছে ‘আগের থেকে ভালোর দিকে এগোচ্ছে রাজু’। 

ব্রেন স্ট্রোক হওয়ার পর রাজুকে নিয়ে চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালেই, কমেডিয়ান বন্ধু সুনীল পাল নিজের ভিডিও বার্তায় রাজুর মস্তিষ্কের কাজ করা প্রায় বন্ধের কথা এক প্রকার জানিয়েই দিয়েছিলেন। তিনি বলেন, চিকিৎসকদের আর কিছুই করণীয় নেই। সকলের কাছে অনুরোধ, আপনারা রাজুর জন্য প্রার্থনা করুন। রাজু শ্রীবস্তবকে এআইআইএমএস হাসপাতালে ভর্তি করার পর থেকে তার স্বাস্থ্য নিয়ে প্রতিমুহূর্তে সমস্ত খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কমেডিয়ান সুনীল পাল। 

গত মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্ট্যান্ড আপ কমেডিয়ান রাজু শ্রীবাস্তব, সেসময় তিনি দিল্লিতে ছিলেন। তাকে দ্রুত এআইআইএমএস হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। জানা যায়, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার রাতে জিমে শরীরচর্চা করছিলেন অভিনেতা। সেসময় হঠাৎই জ্ঞান হারান তিনি।

১৯৮০ সাল থেকে বিনোদন দুনিয়াতে রয়েছেন রাজু শ্রীবাস্তব। ২০০৫ সালে ‘দ্যা গ্রেট ইন্ডিয়ার লাফটার চ্যালেঞ্জ’-এ স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসাবেই সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছেন রাজু। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বোম্বে টু গোয়া’, ‘আমদানি আঠাননি খার্চা রুপাইয়া’-র মতো ছবিতে পরিচিতি পান। বিগ বস ৩-র প্রতিযোগীও ছিলেন রাজু। বর্তমানে উত্তরপ্রদেশ ফিল্ম ডিভিশন বোর্ডের চেয়ারম্যান রাজু শ্রীবাস্তব।