অনুরাগ আগে জড়িয়ে ধরেন এরপর কাজ শুরু করেন: বিদুশি
প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
অনুরাগ-আগে-জড়িয়ে-ধরেন-এরপর-কাজ-শুরু-করেন-বিদুশি
‘দোবারা’ অভিনেত্রী বিদুশি মেহেরা সম্প্রতি একটি গনমাধ্যমে আলাপচারিতায় অনুরাগ কাশ্যপের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। অনুরাগ কাশ্যপের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দোবারা’তে বিদুশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। আর এ ছবিটিতে তাপসী পান্নু এবং পাভেল গুলাটি প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি আজ ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
তবে সিনেমাটি সম্পর্কে বিগত আড়াই বছরের কথা স্মরণ করে বিদুশি বলেন, আমরা সত্যিই ভয় পেয়েছিলাম যে ছবিটি আলোর মুখ দেখবে কিনা! বিগত দুই বছরের করোনা মহামারি ও দুইটি লকডাউনের কারনে আমাদের ভয় বেড়ে গিয়েছিল। তিন বছর আগে এই সিনেমাটি (দোবারা) গুটিয়ে নেয়া হয়েছিল। সিনেমাটির প্রযোজকরা সেশেলস, মরিশাস, স্কটল্যান্ড এবং পছন্দের স্থানগুলোতে শুটিং করতে চেয়েছিলেন কিন্তু করোনা মহামারি সেই সমস্ত পরিকল্পনাকে আটকে দিয়েছিল। অবশেষে, আমরা পুনে গিয়ে সিনেমাটির শুটিং করেছি।
সিনেমার পরিচালক অনুরাগ কাশ্যপ সম্পর্কে এই অভিনেত্রী বলেন, তাকে রাগান্বিত এবং কঠোর পরিচালক ভাবতাম। তবে তার ছবিতে যখন কাজ করেছি, তখনই তার বিপরীত চিত্র আবিষ্কার করেছি।
অনুরাগ কাশ্যপকে পূর্বে ভয় পেতেন উল্লেখ করে তিনি আরো বলেন, আমি তাকে প্রাথমিকভাবে ভয় পেয়েছিলাম। কারন তার সেই তীব্র ভয়ানক চোখ রয়েছে। আমার মতো একজন নতুন মানুষ, যে জানে না যে অনুরাগ সিনেমার সেটে একজন পরিচালক হিসেবে রাগান্বিত বা সহনশীল বা সহায়ক হবেন কিনা, তার ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমার কোনো ধারনা ছিল না। আমি সবসময় তার ছবিতে থাকতে চেয়েছিলাম কিন্তু তার সঙ্গে কখনো কাজ করিনি, তাই আমি ভয় পেয়েছিলাম। কিন্তু, যখন আমি তার সাথে দেখা করি, তখন আমি বুঝতে পারি সে একটি বড় শিশুর মতো। যেন বড় মানুষের শরীরে একটা বাচ্চা! আমি যা ভেবেছিলাম, সে সম্পূর্ণ বিপরীত।
এই অভিনেত্রী আরো বলেন, আমি ভেবেছিলাম তিনি রাগান্বিত বা অধৈর্য হবেন, কিন্তু তিনি ছিলেন সবচেয়ে দয়ালু, সবচেয়ে সহনশীল, সবচেয়ে যত্নশীল এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। সিনেমার প্রিমিয়ারে তিনি অভিনেতা, কলাকুশলী ও কাজে জড়িত প্রতিটি সদস্যকে জড়িয়ে ধরেন। বড় তারকা থেকে শুরু করে ছোট অভিনেতা, টেকনিশিয়ানসহ সকলকে জড়িয়ে ধরে কাজ শুরু করেন তিনি। এটি দয়া এবং সম্মানের একটি মানদণ্ড তৈরি করে যা কখনো শিল্পে অনুপস্থিত দেখা যায়।
সোনম কাপুর অভিনীত ‘আয়েশা’ সিনেমার মধ্য দিয়ে বিদুশি তার চলচ্চিত্র যাত্রা শুরু করেন। সাত খুন মাফ, দম লাগা কে হাইশা, ফুগলি, রইস, নো ওয়ান কিলড জেসিকাসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ডিজনি হটস্টার এর ‘কালার বোম্ব’তেও কাজ করেছেন এই অভিনেত্রী।