জায়েদের কারণে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত
প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার
জায়েদের-কারণে-প্রযোজক-ও-পরিবেশক-সমিতির-নির্বাচন-স্থগিত
এ প্রসঙ্গে তিনি বলেন, জায়েদ খান আমাদের বিপক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজউদ্দিনের কাছে তিনি দুটি অভিযোগ করেছেন। এক, হাইকোর্টের রায়ে যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং প্রার্থীতা বাতিল করেছে তাদের আবার ভোটার করতে হবে। দুই, আমরা যারা প্রার্থী হয়েছি তা যেন বাতিল করা হয়।
তবে বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও মন্ত্রণালয় থেকে এখনো কোনো লিখিত আদেশ আসেনি বলে জানান খসরু।
গত বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসকই চালাচ্ছেন সব। তবে প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চলতি বছরের ২১ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও তা বাতিল হয়। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয় চলতি মাসের ২০ আগস্ট।
এরইমধ্যে সম্পন্ন হয়েছিল সকল প্রস্তুতি। কিন্তু জায়েদ খানের অভিযোগের ভিত্তিতে ফের অনিশ্চয়তা এসে ভর করল প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে।