বঙ্গবন্ধুর ওপর লিসা কালামের ১০০ গানের সংকলন উদ্বোধন
প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার
বঙ্গবন্ধুর-ওপর-লিসা-কালামের-১০০-গানের-সংকলন-উদ্বোধন
বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী লিসা কালামকে বঙ্গবন্ধুর ওপর একশত গান গাওয়ার জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তিনি বলেন, প্রত্যেকটি গানের ইংরেজি অনুবাদ করা ও কয়েকটি গান ইংরেজিতে গাওয়া বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে। বঙ্গবন্ধুর ওপর অগাধ মমত্ববোধ ও শ্রদ্ধা না থাকলে এটি সম্ভবপর হতো না।
শিল্পী লিসা কালাম বঙ্গবন্ধুর ওপর গান যেমন গাইবেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সমাজের অবহেলিত মানুষের জন্যও গান গাইবেন, সমাজের অসংগতি নিয়ে গান গাইবেন এবং সেই গানগুলো মানুষকে জাগ্রত করবে, আশাপ্রকাশ করেন হাছান মাহমুদ।
অনুষ্ঠানে লিসা কালাম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ও লিসা কালামের বাবা আবুল কালাম বক্তব্য রাখেন। এ সময় শিল্পী আশফ-উদ-দৌলা, সাংবাদিকরা ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।