২৫ বছর পর পরিচালনায় জনি ডেপ
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার
২৫-বছর-পর-পরিচালনায়-জনি-ডেপ
এ প্রসঙ্গে জনি বলেন, মিস্টার মোডিগ্লিয়ানির জীবনের কাহিনি পর্দায় আনব, এতে আমি খুবই সম্মানিত বোধ করছি। তার জীবন নিদারুণ কষ্টের ছিল, কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী ছিল। এটি একটি সর্বজনীন মানবিক গল্প, যা সব শ্রেণির দর্শক বুঝতে পারবেন।
পরিচালনার পাশাপাশি প্রযোজনায়ও রয়েছেন এই অভিনেতা। তার সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করবেন বর্ষীয়ান অভিনেতা আল পাচিনো। তবে এতে অভিনয় করবেন কারা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
অ্যামেডিও মোডিগ্লিয়ানি ছিলেন একজন ইতালীয় চিত্রশিল্পী। বেঁচে থাকতে তার শিল্পকর্মের মুল্যায়ন করা হয়নি। তবে মৃত্যুর পর খ্যাতি অর্জন করেন। মরণোত্তর পদকও দেওয়া হয় তাকে।
ডেনিস ম্যাকইনটায়ারের নাটক এবং জের্জি ও মেরি ক্রোমোলোস্কির লেখনী থেকে নির্মাণ করা হবে এই বায়োপিক। এতে মোডিগ্লিয়ানির শিল্পী জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
এই বায়োপিকের মাধ্যমে ২৫ বছর পর নির্মাণে ফিরছেন জনি। এর আগে ‘দ্য ব্রেভ’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন এই হলিউড তারকা। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এতে পরিচালনার পাশিপাশি তিনিই অভিনয় করেছিলেন।