শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘দামাল’ জাগালো প্রত্যাশা, ক্ষমতা দেখাল ‘বর্ডার’

প্রকাশিত : ০১:২০ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার

দামাল-জাগালো-প্রত্যাশা-ক্ষমতা-দেখাল-বর্ডার

দামাল-জাগালো-প্রত্যাশা-ক্ষমতা-দেখাল-বর্ডার

আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে চোরাচালানকে ঘিরে গড়ে ওঠা বেশ কিছু গ্যাংয়ের গল্প নিয়ে নির্মিত ছবি ‘বর্ডার’। অন্যদিকে দেশের মুক্তিযুদ্ধকালীন ফুটবল টিম নিয়ে তৈরি হওয়া সিনেমা ‘দামাল’ মুক্তি পাবে ২৮ অক্টোবর। 

এর মধ্যে বর্ডারের টিজার ও দামালের ট্রেলার প্রকাশিত হলো। দামাল ছবটির ট্রেলার দর্শকদের মাঝে প্রত্যাশা বাড়িয়েছে। আর বর্ডার ছবির টিজারে দেখানো হলো চোরাচালান নিয়ে তৈরি হওয়া গ্যাংদের ক্ষমতাবান হয়ে উঠা ও ক্ষমতার অব্যবহারের চিত্র। 

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ এর ২ মিনিটের ট্রেলারটিতে দেখা যায় ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনার চিত্র। শিশু সাহিত্যিক ফরিদুর রেজার সাগরের মূল গল্পে ‘দামাল’ বানিয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফী। 

বর্ডার এলাকার একটি গ্রাম সুলতানপুর। যেখানে পানির ওপর পদ্ম ভাসে, নিচে মানুষের লাশ। এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করে বাবাজান। তিনি ওই এলাকার সব। বাবাজান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার। ছবিটি নির্মাণ করেছেন সৈকত নাসির।

গতকাল ছবিটির ট্রেলার প্রকাশের পর এটিও সামাজিক যোগাযেগা মাধ্যমে ওয়ালে ওয়ালে শেয়ার করত দেখা গেলো।

ট্রিজারে দেখা গেলো চোরাচালানকে ঘিরে গড়ে ওঠা বেশ কিছু গ্যাংয়ের  মাঝে ঘটে নানা ঘাত, প্রতিঘাত, সংঘাত। এতে আরো অভিনয় করেছেন সুমন ফারুক, সাঞ্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে।

অন্যদিকে তারকায় ভরপুর ‘দামাল’র যৌথ চিত্রনাট্য করেছেন লেখক নাজিম উদ দৌলা এবং পরিচালক রায়হান রাফী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমী, লাক্স তারকা অথৈ, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।