শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজের সঙ্গে দ্বন্দ্ব: ১৪ বছর আগের ‘খারাপ’ ব্যবহার মনে রেখেছেন রাহুল

প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার

রাজের-সঙ্গে-দ্বন্দ্ব-১৪-বছর-আগের-খারাপ-ব্যবহার-মনে-রেখেছেন-রাহুল

রাজের-সঙ্গে-দ্বন্দ্ব-১৪-বছর-আগের-খারাপ-ব্যবহার-মনে-রেখেছেন-রাহুল

রাজ চক্রবর্তী পরিচালিত আলোচিত সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। ২০০৮ সালের ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত এ সিনেমা দর্শকমহলে দারুণ সাড়া ফেলে।

সিনেমাটি মুক্তির ১৪ বছর পূর্তি উপলক্ষে পুরোনো কাসুন্দি ঘেঁটে আলোচনার জন্ম দিলেন রাহুল ব্যানার্জি। কারণ ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের শুরুতে এই নায়ক বলেন- আমি রাজ চক্রবর্তীর সঙ্গে কোনো দিন কাজ করতে চাই না।

১৪ বছর আগে রাজ চক্রবর্তীর সঙ্গে কী হয়েছিল রাহুলের? রাগ-ক্ষোভ উগড়ে রাহুল বলেন- ভালো সিনেমার নোংরা দিক নিয়ে আলোচনা করতে চাই না। নবাগত হিসেবে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। আমরা একে অপরের সঙ্গে কাজ করতে চাই না। সিনেমাটি মুক্তির একমাসের মধ্যে আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছিলেন রাজ। আমাকে প্রিয়াঙ্কাকে নিয়েও বাজে কথা বলেছিলেন।

‘প্রেম আমার’ সিনেমার চিত্রনাট্যও রাহুলকে মাথায় রেখে লেখা হয়েছিল। কিন্তু সিনেমাটি থেকে বাদ দেন রাজ-এমন অভিযোগ করে রাহুল বলেন, এ সিনেমা থেকে রাজ আমাকে সরিয়ে দেয়। আমার তাতে কিছু আসে যায় না। প্রেম আমার করলে কী হতো, তৃণমূলের বিধায়ক হতাম। যা আমি কোনোদিনই হতে চাই না। আমি যা ছিলাম সেটাই থাকতাম।

‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। তখন এ অভিনেত্রীর বয়স ১৭, আর রাহুলের ২৪। এ সিনেমার সেটে বাস্তব জীবনে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা-রাহুল। পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ তারা। এ সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। যদিও আলাদা হয়ে গিয়েছেন এই যুগল। তারপরও ১৪ বছর আগে পরিচালকের ‘খারাপ’ ব্যবহারের কথা এখনো মনে রেখেছেন রাহুল।