শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘লাল সিং চাড্ডা’র প্রশংসা, বিপাকে হৃত্বিক

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার

লাল-সিং-চাড্ডার-প্রশংসা-বিপাকে-হৃত্বিক

লাল-সিং-চাড্ডার-প্রশংসা-বিপাকে-হৃত্বিক

আমির খান এবং কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবি নিয়ে ভারতে মিশ্র প্রতিক্রিয়া চলছে। অনেকেই ছবিটি বয়কটের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি ছবিটি দেখার পর প্রশংসা করে টুইটারে পোস্ট দিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশান। এতেই তার ওপর ক্ষেপে উঠেছে নেটিজেনদের একাংশ। অনেকে তার আগামী ছবি বয়কটের ঘোষণা দিয়েছেন।

‘লাল সিং চাড্ডা’র ভূয়ষী প্রশংসা করে হৃতিক টুইটারে লিখেছেন, লাল সিং চাড্ডা দেখলাম। ছবিটি অন্তর পর্যন্ত অনুভব করতে পেরেছি। ভাল খারাপ দূরে সরিয়ে বলতে চাই, ছবিটা অসাধারণ! এমন ছবি কেউ মিস করবেন না। এক্ষুনি যান। ছবিটা দেখে আসুন। ছবিটা সুন্দর, খুব সুন্দর।

টুইটারে ছবির রিভিউ দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে শুরু করে #বয়কটবিক্রমবেদ। এক ঘণ্টার মধ্যেই টুইটার ভরে উঠে বয়কট টুইটে। এক নেটিজেন লিখেছেন, এই টুইটই আপনার আগামী ছবির ভবিষ্যৎ নির্ধারণ করে দিল, যা হতে চলেছে বিক্রম বেদের রিমেক। বয়কট বিক্রম বেদ। 

অন্য এক নেটিজেন লিখেছেন, আপনার এটা করা উচিত হয়নি। আপনি অন্যের ছবি সাপোর্ট করতে চাইছেন, এবার আপনার ছবির ভবিষ্যত দেখুন। সবমিলিয়ে এবার বয়কটের মুখে হৃত্বিকের ছবিও।

গত ১১ আগস্ট আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ ছবিটি মুক্তি পায়। কিন্তু মুক্তির কয়েক দিন পার হলেও ছবিটি সেইভাবে ব্যবসা করতে পারেনি। বলিউড ছবির বাণিজ্য বিশেজ্ঞরা বলছেন, আমিরের কোনো ছবি এখন পর্যন্ত এত কম ব্যবসা করেনি। বিখ্যাত ছবি ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি হয়েছে আমিরের এই ছবিটি।