বিদেশে পড়তে যেতে চান? শুরু হলো ‘শাহরুখ খান বৃত্তি’
প্রকাশিত : ০১:২০ পিএম, ১৫ আগস্ট ২০২২ সোমবার
বিদেশে-পড়তে-যেতে-চান-শুরু-হলো-শাহরুখ-খান-বৃত্তি
২০২০ সালে ভারতীয় পড়ুয়া গোপিকা কোত্তোনথারাইল ভাসিকে প্রদান করা হয় ‘শাহরুখ খান লা ট্রোব বিশ্ববিদ্যালয়’ বৃত্তি। অবশেষে ২০২২ সালে সেই বৃত্তি নিয়ে পিএইচডি’র জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন তিনি। বিশ্বে মৌমাছি জনসংখ্যা রক্ষা করার জন্য নতুন কৌশল নিয়ে গবেষণা করছেন তিনি।
উচ্চশিক্ষার জন্য এক ভারতীয় পড়ুয়াকে বৃত্তি দেওয়ার জন্য প্রস্তুত শাহরুখ খান। আরো এক ভারতীয় নারী, যিনি গবেষণা করতে ইচ্ছুক, বিশ্ববিদ্যালয়ের তরফে তেমনই একজনকে বৃত্তি দেওয়ার প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন কিং খান। তাতেই অবাক বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ।
পড়াশোনা যে শাহরুখের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তা বরাবরই প্রতিটি সাক্ষাৎকারে বলে এসেছেন নায়ক। আর সেই প্রমাণও মিলল আরো একবার। উচ্চশিক্ষায় সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেতা নিজেই।
২০১৯ সালে মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে নিজের নামে বৃত্তির ঘোষণা করেন শাহরুখ খান। বলিউড বাদশাহ নিজেই লা ট্রোব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রস্তাব দিয়েছিলেন।