শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেশে মুখ থুবড়ে পড়লেও বিদেশে প্রশংসা পাচ্ছে আমিরের ‘লাল সিংহ চড্ডা’

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৪ আগস্ট ২০২২ রোববার

দেশে-মুখ-থুবড়ে-পড়লেও-বিদেশে-প্রশংসা-পাচ্ছে-আমিরের-লাল-সিংহ-চড্ডা

দেশে-মুখ-থুবড়ে-পড়লেও-বিদেশে-প্রশংসা-পাচ্ছে-আমিরের-লাল-সিংহ-চড্ডা

টম হ্যাঙ্কস অভিনীত ১৯৯৪-এর ‘ফরেস্ট গাম্প’ অনুসরণে নির্মিত বলিউড ছবি ‘লাল সিংহ চড্ডা’ নিয়ে ভিন্‌ দেশি প্রতিক্রিয়া এল ভালই। অস্কারের নিজস্ব পেজে সম্মান জানানো হল আমির খান প্রযোজিত অদ্বৈত চন্দনের ছবিকে।

গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে ‘লাল সিংহ চড্ডা’। বক্স অফিসে প্রভাব ফেলতে পারেনি এই ছবি। দেশ জুড়ে হাজারের উপর শো বাতিল। তবু দ্য অ্যাকাডেমির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ক্লিপ শেয়ার করা হয়েছে, যাতে দেখানো হয়েছে কী ভাবে ভারতীয় সংস্করণেও অস্কারজয়ী আসল ছবির জাদুকে পুনরায় জীবন্ত করে তোলা হয়েছে।

অ্যাকাডেমির পোস্টে ‘লাল সিংহ চড্ডা’-র ভিডিয়োটির ক্যাপশনে দুই ছবির তুলনা টেনে লেখা ছিল, ‘রবার্ট জেমেকিস এবং এরিক রথের সেই গল্প। যেখানে সরল, সাধারণ এক মানুষ দুনিয়া বদলে দিয়েছিল। অভিনয়ে টম হ্যাঙ্কস। আর এ দিকে অদ্বৈত চন্দন এবং অতুল কুলকার্নির ‘লাল সিংহ চড্ডা’-য় সেই ভূমিকায় আমির খান।’ উপরে ছিল দুই ছবির করমর্দনের ইমোজি।

 

          View this post on Instagram                      

A post shared by The Academy (@theacademy)

 

 

ছবি মুক্তির আগে অতুল কুলকার্নির এক সাক্ষাৎকারে উঠে এসেছিল ‘লাল সিংহ চড্ডা’-র নেপথ্যকাহিনি। দু’বছর ধরে ফেলে রাখার পর আমির পড়ে দেখেছিলেন তার চিত্রনাট্য। শুরুতে ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে ছবির কথা শুনে রাজিই হননি তিনি। তাঁর মনেও দাগ কেটেছিল কালজয়ী হলিউড ছবি। এর নতুন কোনও সংস্করণ আমির চাননি। কিন্তু পরে বন্ধু অতুলের সনির্বন্ধ অনুরোধে পড়ে দেখেন চিত্রনাট্য। ভাল লেগে যায়। 

তার পর তড়িঘড়ি প্যারামাউন্ট-এর থেকে ‘ফরেস্ট গাম্প’ এর স্বত্ব কিনতে চান। যে অনুমতি আসতে লেগেছিল আরও ১০ বছর। এত কাণ্ড করে তৈরি ‘লাল সিংহ চড্ডা’ যে নির্মাতাদের হৃদয়ের ফসল, তা বলার অপেক্ষা রাখে না। আমির, অদ্বৈত— সকলেই জানান, বক্স অফিসের ফলাফলের উপর এ ছবির মূল্য নির্ভর করবে না। এ তাঁদের সম্মিলিত সাধনার ফসল।