শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

এত কম ব্যবসা আমিরের কোন ছবি এর আগে করেনি

প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার

এত-কম-ব্যবসা-আমিরের-কোন-ছবি-এর-আগে-করেনি

এত-কম-ব্যবসা-আমিরের-কোন-ছবি-এর-আগে-করেনি

দীর্ঘ ৪ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের নতুন ছবি। গত ১১ আগস্ট তার অভিনীত ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পায়। কিন্তু নতুন ছবি মুক্তি দিয়ে খুশি হতে পারলেন না ‘মিস্টার পারফেকশনিস্ট’। বলিউড ছবির বাণিজ্য বিশেজ্ঞরা বলছেন, আমিরের কোনো ছবি এখন পর্যন্ত এত কম ব্যবসা করেনি!

হিন্দুস্তান টাইমসের খবর, মুক্তির দ্বিতীয় দিন শুক্রবার সারা ভারত জুড়ে মাত্র ৭ কোটি টাকার ব্যবসা করেছে ‘লাল সিং’। অর্থাৎ দু’দিনে ছবির ভাঁড়ারে এসেছে মাত্র ১৯ কোটি টাকা রুপি। বক্সঅফিস কমের তথ্য অনুযায়ী, ৪০ শতাংশ কমেছে ছবির কালেকশন। 

১৯৯৬ সালে মুক্তি প্রাপ্ত ‘ফরেস্ট গাম্প’-এর পুনর্নির্মাণ ‘লাল সিং চাড্ডা’। ছবিতে টম হ্যাঙ্কসের চরিত্রটি করেছন আমির। তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর। এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য।

শুরুতেই বক্স অফিসে ছক্কা হাঁকাতে ব্যর্থ ‘লাল সিং চাড্ডা’। মুক্তির দিন সব মিলিয়ে ১২ কোটি টাকা এসেছে ছবির কালেকশন। অর্থাৎ দু'দিনে ২০ কোটিও ছুঁতে পারেনি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক।

শুরু থেকেই এই ছবিকে ঘিরে বিতর্কের শেষ ছিল না। আমির এবং কারিনার অতীতের কিছু মন্তব্য নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়। ‘লাল সিং চাড্ডা’কে বয়কট করে দেওয়ার ডাকাও ওঠে। জানা যায়, পঞ্জাবের জলন্ধরে বন্ধ করে দেওয়া হয়েছিল ছবির প্রদর্শনী। এক দল বিক্ষোভকারী নাকি প্রেক্ষাগৃহের সামনে একজোট হয়ে প্রতিবাদ জানান। তাদের দাবি, আমিরের ছবি আঘাত করেছে তাদের ধর্মীয় অনুভূতিকে। একাধিক বার এমনই নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে ‘লাল সিং চাড্ডা’কে।

ছবির প্রচারে কোনো ত্রুটি রাখেননি আমির-কারিনা। সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘লাল সিং চাড্ডা’ দেখার অনুরোধ করছেন দুই তারকা। কিন্তু দর্শক সেই অনুরোধ কতটা রাখছে সেটা এখন বুঝাই যাচ্ছে। যে ছবি নিয়ে এত চর্চা, সেটি আদৌ ১০০ কোটির ব্যবসা করবে কি না সেটা নিয়ে প্রশ্ন থাকছেই।