মাহির বিরুদ্ধে শিল্পীসুলভ আচরণ না করার অভিযোগ
প্রকাশিত : ০২:২০ পিএম, ১৩ আগস্ট ২০২২ শনিবার
মাহির-বিরুদ্ধে-শিল্পীসুলভ-আচরণ-না-করার-অভিযোগ
এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রযোজক। সংবাদ সম্মেলনে প্রযোজক জানান, সিনেমাটির শুটিং শেষ করার জন্যই সবকিছু তিনি মুখ বুঝে সহ্য করেছেন।
শুটিংয়ের সময় খারাপ আচরণ করেছেন মাহি উল্লেখ করে জেনিফার বলেন, ‘করোনাকালীন শুটিং করতে অনেকটাই আমাদের কষ্ট করতে হয়েছে। ওই সময়ে অনেক কলাকুশলীর অর্থনৈতিক অবস্থা শোচনীয় ছিল। ওই সময় শুটিং করছিলাম। আমার সহকারী হিসেবে একটি ছেলে ছিল। কিন্তু মাহির কারণে ওই ছেলেকে শুটিং থেকে বাদ দিতে হয়। পরে কাঁদতে কাঁদতে সেট থেকে বেরিয়ে যায় ছেলেটি।’
শুটিংবয়কে বাদ দেয়ার কারণ হিসেবে জেনিফার বলেন, ‘মাহিকে নারকেল তেল দেরিতে দেয়ায় বেঁকে বসেন তিনি। পরে ওই ছেলেকে বাদ না দিলে মাহি শুটিং করবে না বলে জানান। শেষে বাধ্য হয়ে ছেলেটিকে বাদ দিই।’
এদিকে প্রযোজকের এই অভিযোগের বিষয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহির মোবাইল ফোনে রিং করলেও তিনি রিসিভ করেননি।
আগামী ১৯ আগস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।