শনিবার   ৩০ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৬ ১৪৩১   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘শনিবার বিকেল’র মুক্তি নিয়ে আশাবাদী চলচ্চিত্রসংশ্লিষ্টরা

প্রকাশিত : ০৬:২০ পিএম, ৯ আগস্ট ২০২২ মঙ্গলবার

শনিবার-বিকেলর-মুক্তি-নিয়ে-আশাবাদী-চলচ্চিত্রসংশ্লিষ্টরা

শনিবার-বিকেলর-মুক্তি-নিয়ে-আশাবাদী-চলচ্চিত্রসংশ্লিষ্টরা

‘শনিবার বিকেল’ মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত একটি নাট্যধর্মী থ্রিলার চলচ্চিত্র। এটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায় ও ইয়াদ হুরানি।

কিন্তু অনিবার্য কারণে ছবিটি গত তিন বছর ধরে সেন্সরে আটকে রয়েছে। এ নিয়ে নিজের কষ্ট, হতাশার কথা কয়েকদিন আগেই ফেসবুকে লিখেছেন ফারুকী। তবে এবার ‘শনিবার বিকেল’র মুক্তি নিয়ে আশাবাদী চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই। আর আজ (মঙ্গলবার) ফারুকীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারা।

ফেসবুকে তারা শনিবার বিকেল সিনেমা পোস্টার শেয়ার করে নানা বাক্যে সিনেমাটির মুক্তির আবেদন করেছেন। বাক্যের ভিন্নতা থাকলেও সবার ট্যাগ লাইন ‘শনিবার বিকেল মুক্তি পাক’।

সেন্সর বোর্ডে জমা দিয়ে সেন্সর না পেলে আপিল করেন শনিবার বিকেল সিনেমা প্রযোজক। সাড়ে তিন বছর হয়ে গেলেও সেন্সর বোর্ডের আপিল বিভাগ সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি এবং কেন আটকে আছে সিনেমাটি, তাও জানায়নি।

জানা যায়, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল। প্রযোজনায় আরো আছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে।