শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সুজনকে জয়াবর্ধনের জবাব `নিজেদের ক্লাস দেখাও`

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ১৪ ০২ ০২  

সুজনকে-জয়াবর্ধনের-জবাব-নিজেদের-ক্লাস-দেখাও

সুজনকে-জয়াবর্ধনের-জবাব-নিজেদের-ক্লাস-দেখাও

আজ মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা। মাঠের আগেই মাঠের খেলা নিয়ে সরগড়ম চারপাশ। আলোচনা – সমালোচনায় মুখর সোস্যাল মিডিয়া।  

সুত্রটা এশিয়া কাপের প্রথম দিনের। আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারের পর শ্রীলংকান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, বাংলাদেশ আফগানিস্তানের চেয়ে সহজ প্রতিপক্ষ হবে। 

কারণ সাকিব-মুস্তাফিজ ছাড়া বাংলাদেশে বিশ্বমানের কোনো বোলার নেই। তার এই বক্তব্য নিয়ে গত কয়েকদিন ধরে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। শ্রীলংকার সহকারী কোচ কিংবা আফগান লেগ স্পিনার রশিদ খান সবাই শানাকার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন।

গতকাল বুধবার বিতর্ক আরও উস্কে দেন বাংলাদেশ দলের 'টিম ডিরেক্টর' খালেদ মাহমুদ সুজন। তিনি সংবাদ সম্মেলনে প্রকাশ্যে দাসুন শানাকার বক্তব্যের জবাবে বলেন, ' এটা ঠিক নয়, আমি তো শ্রীলংকা দলেও কোনো ভালো বোলার দেখি না। বাংলাদেশে তো দুজন আছে। সাকিব ও মুস্তাফিজের মানের বোলার শ্রীলংকায় নেই। কথায় নয়, মাঠে কীভাবে খেলবেন সেটাই আসল বিষয়। '

খালেদ মাহমুদের এই বক্তব্য দেবার পর থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম। সে খবর পৌঁছে গেছে শ্রীলংকান কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়াবর্ধনের কানেও। টুইটারে খালেদ মাহমুদের সেই বক্তব্যের ভিডিও শেয়ার করে জয়াবর্ধনে এর জবাব দিয়েছেন বেশ জোড়ে। 

তিনি লিখেছেন, 'মনে হচ্ছে এখনই সময় বোলাররা নিজেদের ক্লাস দেখিয়ে দাও এবং ব্যাটাররা প্রমাণ কর, তোমরা কেন মাঠে নেমেছ। ' 

আর কয়েক ঘণ্টা পর রাত ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। তার আগে জয়াবর্ধনের এই টুইট শানাকাদের কতটা শাণিত করে সেটাই দেখার।

Provaati
    দৈনিক প্রভাতী