শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমৃদ্ধ সোনার বাংলা গড়ে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে: রেলমন্ত্রী

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ২০ ০৮ ০১  

সমৃদ্ধ-সোনার-বাংলা-গড়ে-বঙ্গবন্ধু-হত্যার-প্রতিশোধ-নিতে-হবে-রেলমন্ত্রী

সমৃদ্ধ-সোনার-বাংলা-গড়ে-বঙ্গবন্ধু-হত্যার-প্রতিশোধ-নিতে-হবে-রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য, গৌরবগাঁথা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে বিতর্কিত করতেই দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। তাই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিশোধ নিতে হবে।

রোববার রাজধানীর রেল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সূত্রে গাঁথা। আলাদা করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর দর্শন ছিল একটি আত্মনির্ভরশীল জাতি গড়ে তোলা। তিনি গরিব, দুঃখী, মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুষম সমাজ ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু ষড়যন্ত্রকারীরা সেটা চায়নি বলেই তাকে সপরিবারে হত্যা করে দেশকে ভিন্নখাতে প্রবাহিত করেছিল।

নুরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী সিদ্ধান্তে রেলকে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছেন। রেল যোগাযোগ ব্যবস্থা এগিয়ে চলছে। আমরা বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাই, সেখানে রেল ভূমিকা রাখবে। আর উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিশোধ নিতে হবে।

সভায় রেলপথ সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ মন্ত্রণালয় ও রেলওয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর