শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সক্ষমতা জানাতে সমর্থকদের সরাচ্ছেন সাদর: বিশ্লেষক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ২৩ ১১ ০১  

সক্ষমতা-জানাতে-সমর্থকদের-সরাচ্ছেন-সাদর-বিশ্লেষক

সক্ষমতা-জানাতে-সমর্থকদের-সরাচ্ছেন-সাদর-বিশ্লেষক

উত্তপ্ত সহিংসতার মধ্যে ইরাকের রাজধানীর বাগদাদের জোন থেকে নিজের সমর্থকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির শিয়া সম্প্রদায়ের নেতা মুক্তাদা আল সাদর। ভয়াবহ পরিস্থিরি মধ্যে নিজের সমর্থকদের ওপর পুরো নিয়ন্ত্রণ থাকার সক্ষমতা জানাতে তিনি এমন কাজ করছেন। 

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরাক বিশ্লেষক লাহিব হিগেল বলেন, আন্দোলন যখন স্ফুলিঙ্গের আকার ধারণ করেছে তখন সড়ক থেকে সমর্থকদের সরে যেতে বললেন আল সাদর। তিনি বিরোধী পক্ষকে তার সমর্থকদের ওপর যে নিয়ন্ত্রণ রয়েছে তার দিয়েছে। আল সাদর স্পষ্টভাবে প্রদর্শন করেছেন। 

আল সাদর বিবৃতিতে নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারী সঙ্গে সংযম থাকার ইঙ্গিত দেন,যাতে আর কোনো রক্তাক্ত ঘটনা না ঘটে। 

আল সাদরের বিবৃতিতে এখন পরিষ্কার যে, তিনি ইরাকের পরিস্থিতি আর উত্তপ্ত হতে দিতে চান না। 

হিগেল বলেন, একমাত্র নির্বাচনই এ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতায় আনতে পারে। তবে ২০০৩ সালের পরবর্তীতে রাজনৈতিক নির্বাসনের কোনো সুরাহা হবে না।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর