শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সংগীতশিল্পী আঁচলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০১  

সংগীতশিল্পী-আঁচলের-মরদেহ-উদ্ধার

সংগীতশিল্পী-আঁচলের-মরদেহ-উদ্ধার

প্রতিভাবান কণ্ঠশিল্পী আঁচল সাহা আর নেই। রোববার (১৪ আগস্ট) রাজধানীর একটি মহিলা হোস্টেলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে তার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।

আচলের মামা জানান, তিন বছর ধরে বসুন্ধরার একটি ছাত্রী হোস্টেলে থাকতেন আঁচল। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। রোববার রাতে তার বান্ধবী ফোন করে আঁচলের অসুস্থতার কথা জানান। এ খবর পেয়ে পরিবারের লোকজন নিয়ে সেই রাতেই ঢাকায় যান তার মামা। সেখানে গিয়ে জানতে পারেন আঁচল আত্মহত্যা করেছে। ঘটনাটি এখনো তার পরিবারের কেউ জানেন না বলে উল্লেখ করেন এই সংগীতশিল্পীর মামা।

জানা গেছে, আঁচল উল্লাপাড়ার ঝিকিড়া গ্রামের দীপক কুমার সাহার মেয়ে। ছোটবেলা থেকেই সংস্কৃতি অঙ্গনে পদচারনা তার। একাধারে সংগীতশিল্পী ও নৃত্যশিল্পী ছিলেন তিনি। সেইসঙ্গে কবিতা আবৃতিতেও দক্ষ ছিলেন।

উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে নাচ, গান পরিবেশন করতেন তিনি। উল্লাপাড়ার কচিকাঁচার মেলার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একজন সদস্য ছিলেন এই গায়িকা।

Provaati
    দৈনিক প্রভাতী