শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শতভাগ চেষ্টা করেছি, ব্যাটিং কঠিন ছিল: মোসাদ্দেক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ১২ ১২ ০২  

শতভাগ-চেষ্টা-করেছি-ব্যাটিং-কঠিন-ছিল-মোসাদ্দেক

শতভাগ-চেষ্টা-করেছি-ব্যাটিং-কঠিন-ছিল-মোসাদ্দেক

আফগানিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে টাইগাররা। এক মোসাদ্দেক হোসেন ছাড়া কেউই ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ৪টি চার ও ১ ছক্কায় ৩১ বলে ৪৮ রান করেন তিনি।

ম্যাচশেষে মোসাদ্দেক অবশ্য বলছেন, উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল।

তিনি বলেছেন, মিরপুর আর এখানে পুরোই আলাদা। মিরপুরে টার্ন হয়, ভালো থাকলে রানও হয়। এখানে ব্যাটিং করা কঠিন ছিল, নিচু ছিল। ১০-১৫ রান আমরা কম করেছি।

ব্যাটিংয়ে ভালো করার পর ২.৩ ওভারে ১২ রান দিয়ে বল হাতে ১ উইকেট নেন মোসাদ্দেক। তার ভাষ্য, টি-টোয়েন্টিতে একটা ওভারে ১৫-২০ রান হবে, এটা ধরে নিয়েই নামতে হবে। ২০ রান হয়ে যাওয়ার পর আমরা চেষ্টা করেছি পরের ওভারটি ভালো করতে। সেখানে ভালো করতে পারিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার বাঁচা-মরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে মোসাদ্দেক বলেছেন, সবাই শতভাগ দিয়ে চেষ্টা করেছি। পারি নাই। পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে।

Provaati
    দৈনিক প্রভাতী