শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতারাতি সরানো হলো সাড়ে ৪৬ হাজার মানুষকে

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১২ ১২ ০২  

রাতারাতি-সরানো-হলো-সাড়ে-৪৬-হাজার-মানুষকে

রাতারাতি-সরানো-হলো-সাড়ে-৪৬-হাজার-মানুষকে

চীনের সিচুয়ান প্রদেশে শনিবার থেকে ভারী বর্ষণের কারণে রাতারাতি সাড়ে ৪৬ হাজার মানুষকে সরানো হয়েছে। গ্লোবাল টাইমস একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, প্রদেশটির সাতটি শহর ও চেংদু, গোয়ানগোয়াও ও গার্জ তিবেনটান এলাকা ভারী বর্ষণে আক্রান্ত হয়েছে। এরমধ্যে শহরগুলো এবং সিচুয়ান এবং উত্তর ও উত্তর-পশ্চিম চেংদুর এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। তবে মিয়াঙ্গা, ইয়ান, গোয়ানগায়া, ডেয়াঙ্গ, আবা এবং গার্জ শহরে মাঝারি আকাশের বৃষ্টিপাত হবে।

গত শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত চেংদুতে শিলিং স্নো মাউন্টেন স্কি রিসোর্টে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ঐ এলাকার বৃষ্টির পরিমাণ ছিল ১৬৫.১ মিলিমিটার। 

চীনের কেন্দ্রীয় আবহাওয়া অধিদফতর পর্যবেক্ষণ সংস্থা ঝড়ো বৃষ্টির সম্ভাবনা জানিয়ে রোববার সকালে সতর্কতা জারি করেছে। স্থানীয় কর্তৃপক্ষও সতর্কতা জারি করেছে।

সতর্কতায় বলা হয়, সিচুয়ানের বিভিন্ন অংশে উচ্চতাপমাত্রা বাড়ায় প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। খরার কারণে সিচুয়ান প্রদেশের মাটি ধূলো বা কঠিন হয়েছে। সুতরাং স্বল্পমেয়াদি ভারী বৃষ্টি ভূমিধস বা চরম প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।

সূত্র-এনডিটিভি

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর