শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ম্যাচ হারার পর যা বললেন সাকিব আল হাসান

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০০ ১২ ০২  

ম্যাচ-হারার-পর-যা-বললেন-সাকিব-আল-হাসান

ম্যাচ-হারার-পর-যা-বললেন-সাকিব-আল-হাসান

আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে এশিয়া কাপের মিশন শুরু করলো দুই আসরের রানার্সআপ বাংলাদেশ। আর ম্যাচ হারার পর গতানুগতিক বক্তব্য রাখলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের মতে, ব্যাটিংয়ে ১০ থেকে ১৫ রান কম করায় ম্যাচের ফল বদলে গেছে ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময় সাকিব বলেন, প্রথম ৭ থেকে ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ফেললে সবসময়ই কাজটা কঠিন। তবে আমি মনে করি ১০ থেকে ১৫ রান কম করেছি। আমার মতে, বোলাররা অসাধারণ বোলিং করেছে।

তবে আফগানদের প্রশংসা করে বলেন, প্রথম ১৫ ওভারে ভালোভাবেই ম্যাচে ছিলাম। শেষ ৫ থেকে ৬ ওভারে তারা ম্যাচটা আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। তারা খুব ভালো খেলেছে।

ছয় ছক্কার মারে ৪৩ রানের সাইক্লোন তোলা নাজিবউল্লাহর ব্যাপারে সাকিব বলেন, আমরা জানি নাজিবউল্লাহ একজন ভয়ঙ্কর খেলোয়াড়। শেষ ৬ ওভারে তাদের ৬০+ রান দরকার ছিল। এমন উইকেটে আমরা ভেবেছিলাম ম্যাচটি আমাদের হাতে আছে। কিন্তু কৃতিত্ব তাদেরই, যেভাবে ব্যাটিং করেছে।

এসময় মোসাদ্দেকের ব্যাটিংয়ের প্রশংসা করে সাকিব বলেন, ব্যাটারদের আমরা এটিই আশা করে থাকি। টি-টোয়েন্টিতে যে-ই শুরু পাবে, তাকে নিশ্চিত করতে হবে যে পুরো ইনিংস খেলতে পারে। মোসাদ্দেক আমাদের হয়ে কাজটা করেছে। দুর্ভাগ্যবশত এটি যথেষ্ট ছিল না। আমাদের আরো কিছু কন্ট্রবিউশন প্রয়োজন ছিল।

Provaati
    দৈনিক প্রভাতী