শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদারীপুরে প্রথমবারের মতো স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ২০ ০৮ ০১  

মাদারীপুরে-প্রথমবারের-মতো-স্কুলভিত্তিক-দাবা-প্রতিযোগিতা-শুরু

মাদারীপুরে-প্রথমবারের-মতো-স্কুলভিত্তিক-দাবা-প্রতিযোগিতা-শুরু

মাদারীপুরে প্রথমবারের মতো স্কুলভিত্তিক দাবা খেলার প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে অংশ নেয় ৫টি উপজেলার ১৮টি স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগষ্ট) সকালে জেলার পুলিশ লাইনস্ ড্রিল সেডে এ দাবা খেলা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মাদারীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার চাইলাউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, দাবা টিমের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান সাকিল ও অন্যান্যরা।

আয়োজকরা জানান, প্রায় ২০ বছর আগে নানা কারণে মাদারীপুরে বন্ধ হয়ে যায় দাবা খেলার প্রতিযোগিতা। সেই প্রেক্ষাপট ফিরিতে আনতে উদ্যোগ নেয় জেলা ক্রিড়া সংস্থা ও জেলা পুলিশ। এবার স্কুল ভিত্তিক দলগত দাবা খেলায় জেলার ৫টি উপজেলা থেকে বাছাইয়ের মাধ্যমে ১৮ স্কুল অংশ নিয়েছে।

অংশ নেয়া প্রতিটি দলে থাকছে ৬ জন খেলোয়াড়। জেলা থেকে অংশ নেয়া বিজয়ী খেলোয়াড়রা পরবর্তীতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। এছাড়া সারাদেশের মধ্যে চ্যাম্পিয়ন দল ফেডারেশনের পক্ষ থেকে পাবে ১০ লাখ টাকা পুরস্কার।

Provaati
    দৈনিক প্রভাতী