শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে নতুন রাজনৈতিক দল চান গোলাম নবী আজাদ

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ১৫ ০৩ ০১  

ভারতে-নতুন-রাজনৈতিক-দল-চান-গোলাম-নবী-আজাদ

ভারতে-নতুন-রাজনৈতিক-দল-চান-গোলাম-নবী-আজাদ

আগামী ১৫ দিনের মধ্যে জম্মু ও কাশ্মীরভিত্তিক একটিরাজনৈতিক দল শুরু করতে যাচ্ছেন সদ্য কংগ্রেস পদত্যাগকারী গোলাম নবী আজাদ।

আজাদের ঘনিষ্ঠ আস্থাভাজন জিএম সারোরি এ তথ্য জানান।

সারোরি বলেন, ২০১৯ সালের ৫ আগস্টের আগের কাশ্মিরকে পুনরুদ্ধার করাই দলের মেনোফেস্টো হবে।

গোলাম নবী আজাদ সাবেক মন্ত্রী ছিলেন।  জম্মু ও কাশ্মীর থেকে যত বিখ্যাত কংগ্রেস নেতা দল ছেড়েছিলেন তিনি তাদের একজন।

সারোরি জানান, আদর্শগতভাবে আমাদের নেতা ধর্মনিরপেক্ষ। এছাড়া বিজেপির নির্দেশে তিনি কোনো কাজ করবেন না।

সাবেক মুখ্যমন্ত্রী গোলাম নবী আজাদ কংগ্রেসে তার পাঁচ দশকের রাজনৈতিক জীবনের ইতি টানার পর সিনিয়র অনেক কংগ্রেস নেতা, পাঞ্চায়তি রাজ ইনস্টিটিউশনগুলোর অনেক বিখ্যাত কর্মীরা দল ছাড়ার জন্য আগ্রহী।

কংগ্রেসের জম্মু ও কাশ্মীর ইউটিনের সাবেক ভাইস প্রেসিডেন্ট সারোরি বলেন, গোলাম নবী আজাদ আগামী ৪ সেপ্টেম্বর জম্মুতে আসছে। তিনি এসে তার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নতুন দল শুরুর পরামর্শ করবেন।

শুক্রবার পদত্যাগের কয়েক ঘণ্টার পর তিনি নতুন রাজনৈতিক দল করার ঘোষণা করেন। তার দলের প্রথম ইউনিট হবে জম্মু ও কাশ্মীর।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর