শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতকে ভালোই জবাব দিচ্ছে হংকং

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ২৩ ১১ ০১  

ভারতকে-ভালোই-জবাব-দিচ্ছে-হংকং

ভারতকে-ভালোই-জবাব-দিচ্ছে-হংকং


এশিয়া কাপের আজকের খেলায় ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে ভালই জবাব দিচ্ছে হংকং। এখন পর্যন্ত ১৪ ওভারে হংকং ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করতে সমর্থ হয়। ২৬ রানে ব্যাট করছেন কিঞ্চিৎ সাহ ও ১০ রানে মাঠে আছেন আইজাজ খান।

শেষ খবর পাওয়া পর্যন্ত হংকং ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ১০৫ রান।  

শুরুতে তারা টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় তারা। দেখেশুনে শুরু করলেও ১৯২ রান করতে দুই উইকেট খুইয়েছে তারা। দুই অপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল বিদায় নিলেও কোহলির হাত ধরে ১৯২ রানের বড় সংগ্রহ পায় ভারত।

দীর্ঘ দিনের রান খড়া পেড়িয়ে আজ কোহলি অর্ধ শতক হাকান। ৫০ রান করতে তাকে খেলতে হয় ৪০ টি বল। 

ইনিংসের শুরুতে রোহিত শুক্লার বলে আইজাজ খানের হাতে ধরা পড়েন । তার আগে করেন ২১ রান। কে এল রাহুল তিনিও কেচ আউট হন। গজনফারের বলে স্কটের কাছে ধরা পড়ার আগে করেন ৩৬ রান। বিরাট কোহলি ৪৪ বলে ৫৯ রান ও সূর্য কুমার ২৬ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন।

এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে ৫ উইকেটের জয় ছিনিয়ে নেয় ভারত। আজ সেই পান্ডিয়াকে ছাড়াই খেলতে নামলো ভারত। মূলত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে পান্ডিয়াকে বিশ্রামে রেখেছে তারা। 

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-হংকং ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত আটটায়। এই ম্যাচ জিতলে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয়পর্বে নাম লেখাবে টিম ইন্ডিয়া। বাংলাদেশ থেকে গাজী টিভি ও নাগরিক টিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

শুরুতেই আজ বাংলাদেশ সময় সারে ৭ টায় টস হয়। টস ভাগ্য হংকংয়ের পক্ষে কথা বলে। টস জিতে হংকং ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহন করে। ভারতকে পাঠায় ব্যাটিংয়ে। 

আজকের খেলায় হংকংকে হারাতে পারলেই রোহিত শর্মার ভারতের ‘সুপার ফোর’ নিশ্চিত হয়ে যাবে। এশিয়া কাপে গ্রুপ পর্বের বড় চ্যালেঞ্জ এরই মধ্যে পার করে এসেছে ভারত। উভয়ের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। 

এই ম্যাচ জিতলে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয়পর্বে নাম লেখাবে টিম ইন্ডিয়া। এর আগে এশিয়া কাপে গ্রুপ পর্বের বড় চ্যালেঞ্জ এরই মধ্যে পার করে এসেছে ভারত। উভয়ের প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে তারা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। 

আজকের ম্যাচে প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হলেও হংকংয়ের বিপক্ষে ম্যাচটা খুব সহজ হবে বলে মনে হয় না ভারতের।

স্কোর:

ভারত: ১৯২/২ - ২০ ওভার

কোহলি : ৫৯

সূর্য কুমার: ৬৮

বোলিং

আয়ুশ শুক্লা ও গজনফার : ১ উইকেট
 

Provaati
    দৈনিক প্রভাতী