শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বৃষ্টিপাত নিয়ে সুসংবাদ নেই

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ১৩ ০১ ০২  

বৃষ্টিপাত-নিয়ে-সুসংবাদ-নেই

বৃষ্টিপাত-নিয়ে-সুসংবাদ-নেই

আগামী তিনদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে তাপমাত্রাও বাড়বে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আবহাওয়া অফিস সূত্রে এমনই তথ্য জানা গেছে।

আবহাওয়া অফিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে ৯০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে। আবহাওয়া অফিসের ৪৩টি পর্যবেক্ষণাগারের মধ্যে ছয়টি ছাড়া বাকি সব স্টেশন থেকেই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এদিকে অব্যাহত বৃষ্টির ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর