শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ৬ লাখ ৭৬ হাজার, মৃত্যু ১ হাজার ৮৪০

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০৯ ০৯ ০১  

বিশ্বে-একদিনে-করোনায়-আক্রান্ত-৬-লাখ-৭৬-হাজার-মৃত্যু-১-হাজার-৮৪০

বিশ্বে-একদিনে-করোনায়-আক্রান্ত-৬-লাখ-৭৬-হাজার-মৃত্যু-১-হাজার-৮৪০

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কিছুটা বাড়লেও শনাক্ত কমেছে। এ সময়ে করোনায় এক হাজার ৮৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু হলো ৬৪ লাখ ৮৫ হাজার ৩৫৫ জনের। একই সঙ্গে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৫৫ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান এক হাজার ৭৯১ জন। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয় ৭ লাখ ৬ হাজার ৪৯৮ জন।

একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ৭ লাখ ২০ হাজার ১১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৭ কোটি ৯৫ লাখ ৭৪ হাজার ৮১৯ জন।

শনিবার (২৭ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে।

আরো পড়ুন>> শুঁড় দিয়ে পেঁচিয়ে ট্রাক্টরকে আছাড় মারল হাতি

জাপানে একদিনে শনাক্ত হয়েছেন ২ লাখ ২৭ হাজার ১৩৯ জন এবং মারা গেছেন ৩১০ জন। এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৭৯৭ জন এবং মারা গেছেন ৩৮ হাজার ১৯৭ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে ৩১২ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৭৯৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ১০ লাখ ৬৮ হাজার ৮৪৩ জন এবং শনাক্ত হয়েছেন ৯ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ৭ জন।

দৈনিক সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১ হাজার ৬৪ জন সংক্রমিত এবং মারা গেছেন ৮১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ২৮ লাখ ২ হাজার ৯৮৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৪২৩ জনের।

সংক্রমণের দিক থেকে বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে নতুন করে আরও ১৮ হাজার ১১৬ জন সংক্রমিত এবং মারা গেছেন ৫১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু ১ লাখ ৫৩ হাজার ৮৫৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৫৪ জন।

আরো পড়ুন>> তীব্র দাবদাহে পুড়ছে চীন, বাঁচতে বাংকারে আশ্রয় নিচ্ছে লোকজন

বৈশ্বিক সংক্রণের তালিকায় চতুর্থ অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ২৪ ঘণ্টায় ১৩৬ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৭০ জন। মহামারির পর থেকে এ পযন্ত দেশটিতে মোট মারা গেছেন ৬ লাখ ৮৩ হাজার ৪৬৪ জন এবং সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৯০৯ জন।

রাশিয়ায় একদিনে ৮১ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৪৫২ জন। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৯১০ জনের এবং মোট শনাক্ত হয়েছেন এক কোটি ৯৩ লাখ ১১ হাজার ৯৭৩ জন।

জার্মানিতে একদিনে শনাক্ত ৩৩ হাজার ২২৬ জন এবং মারা গেছেন ১০১ জন। এসময়ে অস্ট্রেলিয়ায় ৫৫ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩৭২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর