শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পিচ ও আবহাওয়া যেমন থাকছে

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ১৮ ০৬ ০২  

বাংলাদেশ-আফগানিস্তান-ম্যাচের-পিচ-ও-আবহাওয়া-যেমন-থাকছে

বাংলাদেশ-আফগানিস্তান-ম্যাচের-পিচ-ও-আবহাওয়া-যেমন-থাকছে

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শারজায় বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে এই ম্যাচে শিশির প্রভাব ফেলতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার হার ৪২ শতাংশ।

সবমিলিয়ে আজকের পিচ অনেকটা স্লো হতে পারে। সেই সঙ্গে বাউন্সেও পাওয়া যেতে পারে ভিন্নতা। ময়েশ্চার (আর্দ্রতা) বোলারদের পক্ষে যাবে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে গড় স্কোর হতে পারে ১৬০-১৮০।

আজকের ম্যাচে টস জিতলে এই পরিস্থিতিতে আগে ব্যাট নেয়াকেই বুদ্ধিমানের কাজ বলছেন ক্রিকেট বিশ্লেষকরা। আর্লি ময়েশ্চার কাজে লাগিয়ে প্রথম ইনিংসে বোলারদের ভালো করার রেকর্ডও আছে শারজার মাঠে। তবে পিচ ও আবহাওয়া যারা কাজে লাগাতে পারবে, শেষ হাসি হাসবে তারাই।

Provaati
    দৈনিক প্রভাতী