শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৫

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২২ ১০ ০২  

ফেনীতে-বাসের-ধাক্কায়-এসএসসি-পরীক্ষার্থীসহ-আহত-৫

ফেনীতে-বাসের-ধাক্কায়-এসএসসি-পরীক্ষার্থীসহ-আহত-৫

ফেনীতে অটোরিকশায় বাসের ধাক্কায় তিন এসএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে ফেনী সদর উপজেলার ফাজিলপুর আলী নগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- এসএসসি পরীক্ষার্থী আলমাস উদ্দিন, আবদুল্লাহ আল মামুন, জহির উদ্দিন, আহত শিক্ষার্থী আলমাসের মা হাসিনা আক্তার এবং অটোরিকশা চালক আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি অটোরিকশা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফাজিলপুর আলী নগর এলাকায় সড়কের এক পাশ থেকে অপর পাশে পার হচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক ও  চালকসহ পাঁচজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিফ ইকবাল জানান, আহতদের মধ্যে তিন শিক্ষার্থী ও একজন অভিভাবকসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ওসি মো. রাশেদ চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Provaati
    দৈনিক প্রভাতী