শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রথমবার চুল কেটে দাতব্য সংস্থায় দান করলেন ১১ বছরে স্কুলছাত্রী

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০১  

প্রথমবার-চুল-কেটে-দাতব্য-সংস্থায়-দান-করলেন-১১-বছরে-স্কুলছাত্রী

প্রথমবার-চুল-কেটে-দাতব্য-সংস্থায়-দান-করলেন-১১-বছরে-স্কুলছাত্রী

নিজের সুন্দর লম্বা চুলের ২৪ ইঞ্চি কেটে লিটল প্রিন্সেস ট্রাস্টে দান করেছে স্কটল্যান্ডের এক স্কুলছাত্রী। যেসব শিশু বা অল্পবয়সীরা ক্যান্সারের চিকিৎসা বা অন্য কারণে চুল হারান তাদের বিনামূল্যে সত্যিকারের চুলের গোছা পাঠায় দাতব্য সংস্থাটি।

সামার নোবেল নামের স্কুলছাত্রী গত মে মাসে ১১ বছরে পা রেখেছে। জীবনে প্রথমবার চুল কেটে দাতব্য সংস্থায় দান করবে তখন সিদ্ধান্ত নেয় কিশোরীটি। অন্যদের সহায়তার মানসিকতা থেকে স্কুলছাত্রী এ পদক্ষেপ নিয়েছে।

জানা গেছে, মাকে নিয়ে চুল কেটে নিতে সেলুনে চলে যায় সামার। সামারের এ কাজে পরিবারের সদস্যরা ভীষণ খুশি। পরিবারের লোকেরা বলছে, সামারকে নতুন লুকে দারুণ লাগছে। চুল ছোট হওয়াতে তার খেলাধুলায় সমস্যা হবে না।

সামার জানায়, অনলাইনে দাতব্য সংস্থাটির ব্যাপারে জানতে পারি। এরপর শিশুদের জন্য নিজের চুল দান করার ব্যাপারে মনস্থির করি। তারা কেবল ১২ ইঞ্চি লম্বা চুল চেয়েছিল। তবে আমি দ্বিগুণ লম্বা চুল দিয়েছি। সে আরো জানায়, আমি কেবল এক বন্ধুকে বিষয়টি জানিয়েছি। তারপর স্কুলে যাওয়ার পর বন্ধুরা আমার চুল দেখে অবাক হয়েছে।

সামারের মা জানান, চুল দান করার ইচ্ছা সামার নিজেই নিয়েছে। এটা তার জীবনে প্রথমবার চুল কাটা ছিল। সে দারুণ কাজ করেছে। তাকে এখন দেখতে আরো চমৎকার লাগছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর