শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নোবিপ্রবির ক্রিকেট-ফুটবল-ভলিবল টিম ঘোষণা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ১১ ১১ ০২  

নোবিপ্রবির-ক্রিকেট-ফুটবল-ভলিবল-টিম-ঘোষণা

নোবিপ্রবির-ক্রিকেট-ফুটবল-ভলিবল-টিম-ঘোষণা

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে গ্রুপ পর্বে ক্রিকেটে দুটি ম্যাচ, ফুটবলে দুটি ম্যাচ এবং ভলিবলে দুটি ম্যাচে অংশগ্রহণ করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)।  

এসব খেলায় অংশ নিতে এরই মধ্যে ক্রিকেট, ফুটবল ও ভলিবল টিম ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ৷ 

ক্রিকেট দল:
মো.মোস্তাফিজুর রহমান (বিবিএ), শিহাব হায়দার(কৃষি), মো.সাব্বির আহমেদ (কৃষি), সাঈদ মাহাবুবুর রহমান (ফার্মেসি), আজিজুল হাকিম(আইএসএলএম), আসিফ মোহাম্মদ কায়সার চৌধুরী (কৃষি), রাশেদ মোশাররফ (আইন), মো.যোবায়েত তামিম(সোশিয়লজি), কাজী মো.নাঈম হাসান (শিক্ষা), মোহাম্মদ তোফায়েল আহমেদ (বিএমএস),ফাইয়াজ আহমেদ (সোশিয়লজি),রবিউল আওয়াল পিয়াস(সোশিয়লজি), রবিউল হাসান(বিবিএ), রাকিবুল হাসান(ওশানোগ্রাফি), ও মো.আবুল বাশার(পরিসংখ্যান)। 

ফুটবল দল: 
তামিম ইবনে মাহবুব(বাংলা), মো.আব্দুল্লাহ আল জোবায়ের(পরিসংখ্যান), আহমাদুল হাসান(আইসিই), শাহবাজ আহমেদ (ওশানোগ্রাফি), ইমরান হোসাইন(সোশিয়লজি), মো.মাহমুদুল ইসলাম(বিএমএস), আসিফ পারভেজ পলক (আইসিই), নাহিদুল ইসলাম (আইন), মো.জাহিদুর রহমান (বিজিই), মো.আলামিন (বিএমএস), ইয়াসিন আল রিয়াদ(অণুজীববিজ্ঞান),রবিউল আওয়াল পিয়াস (সোশিয়লজি), মো.ওয়াইশি রহমান হিমেল(আইসিই),রাকিবুল হাসান (সোশিয়লজি), আমিনুল ইসলাম (আইএসএলএম), মেহেদী হাসান তুষার (টিএইচএম), শিহাব হায়দার (কৃষি), মেহেদী হাসান রাজু (পরিসংখ্যান)।

ভলিবল দল:
তামিম ইবনে মাহবুব(বাংলা), মো.নুর রাব্বি(বিএমবি), মো.কামরান আহমেদ সেজান(ফিমস), রবিউল আওয়াল পিয়াস (সোশিয়লজি), মো.আব্দুল্লাহ আল জোবায়ের (পরিসংখ্যান), মো.আমির হামজা(বাংলা), মো.মাহমুদুল ইসলাম (বিএমএস), আব্দুল আওয়াল (সোশিয়লজি), ফাইয়াজ আহমেদ (সোশিয়লজি), মো.রাকিবুল ইসলাম (সোশিয়লজি), মো.মাহমুদুল হাসান সুজন(সোশিয়লজি), মো.আমিনুল ইসলাম (আইএসএলএম), মো.আশিকুজ্জামান (টিএইচএম)।

Provaati
    দৈনিক প্রভাতী