শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিজের ব্যার্থতার দিনে নতুন মাইলফলকে মুশি

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২ ০০ ১২ ০১  

নিজের-ব্যার্থতার-দিনে-নতুন-মাইলফলকে-মুশি

নিজের-ব্যার্থতার-দিনে-নতুন-মাইলফলকে-মুশি

এশিয়া কাপে গ্লাভস ও ব্যাট হাতে ব্যর্থতার দিনে অন্যরকম এক মাইলফলক ছুঁলেন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 

বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে খেলতে নেমে ১,৫০০ রানের ক্লাবে নাম লেখান মুশফিক।

২০০৬ সালে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর গেল ১৬ বছরে খেলেছেন ১০২ টি-২০। এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শততম টি-২০ খেলার কৃতিত্ব অর্জন করেন তিনি। এর মধ্যে নিজেদের প্রথম ম্যাচে এটি স্পর্শ করেন সাকিবও।

আন্তর্জাতিক টি-২০তে মুশফিকের রান ১৫০০। সর্বোচ্চ রানের ইনিংস ৭২, গড় ১৯.২৩, স্ট্রাইকরেট ১১৪.৯৪। সেঞ্চুরি না পেলেও ফিফটির দেখা পেয়েছেন ৬ বার।

সম্প্রতি ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে আবারও দলে ফেরেন মুশফিক। তবে টানা দুই ম্যাচেই ব্যর্থ হন। আজ ৫ বল মোকাবিলায় করেন মাত্র ৪ রান। 

মুশফিক ছাড়াও আজকে ব্যাট হাতে দুই রেকর্ড গড়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। স্বীকৃত টি-২০তে ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। 

এছাড়া টি-টোয়েন্টিতে ছয় হাজার রান এবং ৪০০ উইকেট পাওয়া দ্বিতীয় ক্রিকেটারও সাকিব। এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ছয় হাজার রান করেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। 

Provaati
    দৈনিক প্রভাতী