শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৫ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নাজমুল হক বাপ্পীর ‘ছাই রঙের গল্প’

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২ ১৭ ০৫ ০২  

নাজমুল-হক-বাপ্পীর-ছাই-রঙের-গল্প

নাজমুল-হক-বাপ্পীর-ছাই-রঙের-গল্প

ছোট পর্দার জনপ্রিয় নাট্যনির্মাতা নাজমুল হক বাপ্পী সম্প্রতি শেষ করেছেন তার একক নাটক ‘ছাই রঙের গল্প’র কাজ। উত্তরার একটি হাউজ এবং বিভিন্ন লোকেশনে নির্মিত হয় বাস্তব জীবনের ভিন্নধর্মী এক গল্পের নাটক।

নাটকের গল্প লিখেছেন নাজমুল হক বাপ্পী। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ এবং প্রযোজনা করেছেন মো. হাবিবুর রহমান। 

নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, দ্বীপ এবং সাবেরী আলম। 

‘ছাই রঙের গল্প’ প্রসঙ্গে নির্মাতা নাজমুল হক বাপ্পী দৈনিক প্রভাতীেকে বলেন, ‘আমাদের সমাজে এমন অনেক কিছুই আছে যা নির্মাণের মাধ্যমে তিনি অসুস্থ সমাজকে বদলে দিতে চান। তার এই গল্পে ভালোবাসা, বিরহ, বিচ্ছেদ এবং জীবনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন।’

গল্পের নায়িকা হিমি এবং নায়ক সুদিপ নির্মাতা বাপ্পীর সাথে কাজ করে দারুণ উচ্ছ্বসিত।  নাটকের গল্প এবং অনবদ্য সংলাপের জন্য তাদের কাজ করতে খুব ভালো লেগেছে। গতানুগতিকতার বাইরে এমন গল্পের সাথে কাজ করলে নিজেকে ভাংগা যায়। 

অভিনেত্রী সাবেরী আলমও কাজ করে বেশ আনন্দিত। দর্শকদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে টিভিতে আসা পর্যন্ত। নির্মাতা নাজমুল হক বাপ্পী আরও কিছু নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন এই মাসের শেষের দিকে টানা ২-৩ মাস কাজ করবেন, এরপর তার পেইন্টিং এর এক্সিভিশনের জন্য ইউরোপ যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, নাটকটি এন টিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী