শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

নকল ঠেকাতে অভিনব পন্থা নিল আসাম সরকার

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ১৬ ০৪ ০২  

নকল-ঠেকাতে-অভিনব-পন্থা-নিল-আসাম-সরকার

নকল-ঠেকাতে-অভিনব-পন্থা-নিল-আসাম-সরকার

চাকরির নিয়োগ পরীক্ষায় নকল ঠেকাতে দুদিন চার ঘণ্টা করে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখছে ভারতের আসাম রাজ্য সরকার। অসদুপায় অবলম্বন বন্ধে এমনই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

চলতি মাসের ২১ ও ২৮ তারিখে নিয়োগ পরীক্ষা হবে। আসামের ৩৫ জেলার মধ্যে ২৫টি জেলাতেই থাকছে পরীক্ষার কেন্দ্র।

আসামের বর্তমান সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর  এক লাখ চাকরির ব্যবস্থার আশ্বাস দেয়। এরই অংশ হিসেবে, গ্রেড-৩ এবং গ্রেড-৪ পদে প্রায় ৩০ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে। এ পরীক্ষায় প্রায় ১৪ লাখ ৩০ জন্য প্রার্থী অংশ নিচ্ছেন।

কর্তৃপক্ষ জানায়, ২১ ও ২৮ আগস্ট দুই ধাপে পরীক্ষা নেয়া হবে। প্রথম ধাপের পরীক্ষা নেয়া হবে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা নেয়া হবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যে জেলায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর