শনিবার   ৩০ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৬ ১৪৩১ |   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন রবিনসন

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২ ২১ ০৯ ০২  

দ্বিতীয়-টেস্টের-দলে-ফিরলেন-রবিনসন

দ্বিতীয়-টেস্টের-দলে-ফিরলেন-রবিনসন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। লর্ডস টেস্টে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন ম্যাথু পটস। তার জায়গায় দলে ঢুকেছেন ওলি রবিনসন। প্রায় ৮ মাস পর আবার টেস্ট খেলতে যাচ্ছেন এই বোলিং অলরাউন্ডার।

রবিনসন সবশেষ গত জানুয়ারিতে টেস্ট ম্যাচ খেলেন। হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ খেলার পর ইনজুরি ও যথেষ্ট ফিটনেস না থাকার কারণে দলে আর জায়গা হয়নি তার। 

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের বিশ্বাস, দুঃসময় কাটিয়ে উঠেছেন রবিনসন। তার আশা, প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়াবেন ৯ টেস্টে ৩৯ উইকেট নেওয়া এই ডানহাতি ফাস্ট বোলারের।

রবিনসনের গত কয়েক দিনের নিবেদন দেখে মুগ্ধ স্টোকস। তার ভাষায়, ‘দলে আবারো ডাক পাওয়ার দাবি রাখে ওলি। অনুশীলনের দিনগুলোতে আমরা যা দেখেছি, সে যেভাবে কাজ করেছে, ঠিক সেটাই তো আমরা চাই। আমরা সবাই তার বোলিংয়ের মান জানি কারণ সে যখন ইংল্যান্ডের হয়ে খেলে তখন তার দক্ষতা হয়ে ওঠে অসাধারণ।’

ইংল্যান্ড স্কোয়াড: জ্যাক ক্রলি, অ্যালেক্স লিস, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, বেন ফোকস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন।

Provaati
    দৈনিক প্রভাতী